নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
৫ সেপ্টেম্বর ২০১৮ ১৩:০৪ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০১৮ ১৩:০৬
।। স্টাফ করেসপন্ডেন্ট।।
ঢাকা: রাজধানীর ঝিগাতলায় নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে কালাম (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎস দুপুর ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
মৃত কালামের গ্রামের বাড়ি পাবনা জেলার সাঁথিয়া উপজেলার চিনেলারি গ্রামে।
কালামের সহকর্মী মিলন মোল্লা জানান, ঝিগাতলা ট্যানারি মোড়ে একটি নির্মাণাধীন ১০ তলা ভবনে রাজ মিস্ত্রির কাজ করেন তারা। সকালে ভবনের ৮ তলার পাশে মাচান বেঁধে কাজ করছিলেন কালাম। এ সময় অসাবধানতাবশত ভবনের নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/এমএইচ