Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিরোধী দলে নয়, সরকারেই থাকতে চায় জাপা


৫ সেপ্টেম্বর ২০১৮ ১৬:২৯

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।। 

ঢাকা: বিরোধী দলে নয়, সরকারেই থাকতে চায় জাতীয় পার্টি (জাপা)। দলটি মনে করছে, আওয়ামী লীগ বা বিএনপির যেই ক্ষমতায় আসতে চাইবে, তাদের জাতীয় পার্টির সহায়তা প্রয়োজন হবে। তাই অন্যদের মুখাপেক্ষী না হয়ে নিজেদের অবস্থান ধরে রেখে নির্বাচনে যাবে জাতীয় পার্টি।

বুধবার ( ৫ সেপ্টেম্বর) রাজধানীর বনানীতে দলীয় কার্যালয়ে জাতীয় পার্টির যৌথ সভার আলোচনায় এসব বিষয় উঠে আসে। দলের প্রেসিডিয়াম সদস্য ও এমপিদের উপস্থিতিতে এই যৌথসভার আলোচনায় বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটসহ দলীয় বিভিন্ন বিষয়ও উঠে আসে।

সভায় উপস্থিত একাধিক সূত্র জানিয়েছে, সভায় শুরুর আলোচনায় বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করলে ৩০০ আসনে প্রার্থী দেবে জাতীয় পার্টি। তবে দলটি যদি নির্বাচনে না আসে, তবে কোন প্রার্থী না দিয়ে আওয়ামী লীগকে সরকার গঠনে সহায়তা করবে জাপা। সে ক্ষেত্রে ১০০ আসন চাইবে দলটি। এছাড়া, সরকারে ১০ জন মন্ত্রী এবং পার্টির চেয়ারম্যানকে তার মর্যাদা অনুসারে পদ দিতে হবে। আওয়ামী লীগের সঙ্গেই জোট বেঁধে নির্বাচনের কথাও বলেন কেউ কেউ।

পরে আলোচনার একপর্যায়ে দলের সিনিয়র কো-চেয়ারম্যান ও বর্তমান সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বলেন, আমরা কেন আওয়ামীগের কাছে আসন চাইতে যাব? তারা তো এখন বড় বিপদে আছে। আমরা আওয়ামী লীগ বা বিএনপি- কারও কাছেই আসন চাইব না। তারাই আমাদের কাছে আসবে। এতে আমাদের আসন সংখ্যা বাড়বে।

রওশন এরশাদের এমন বক্তব্যকে উপস্থিত সবাই স্বাগত জানান। সভায় উপস্থিত পার্টির প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদও তখন রওশন এরশাদের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন।

বিজ্ঞাপন

দলের প্রেসিডিয়াম সদস্যরা সভায় বলেন, আওয়ামী লীগ বারবার বেইমানি করেছে। যেখানেই তারা লাঙ্গলকে আসন ছেড়ে দিয়েছে, সেখানেই তারা গোপনে প্রার্থী দিয়েছে। আমরা নিজেরা নিজেদের মতো নির্বাচন করব।

পরে আগামী নির্বাচন নিয়ে দলের বিভিন্ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন সদস্যরা। এসময় জানানো হয়, আগামী নির্বাচনে যারা মনোনয়ন চাইবে, তাদের ৪০ হাজার টাকাসহ আবেদন জমা দিতে হবে। টাকা না দিলে মনোনয়নের জন্য আবেদন করা যাবে না। মনোনয়নের জন্য আবেদনপত্র জমা পড়লে মনোনয়ন বোর্ড সাক্ষাৎকার নিয়ে মনোনয়নপ্রত্যাশীদের যোগ্যতাসহ সবকিছু যাচাই-বাছাই করে প্রার্থী চূড়ান্ত করবে।

সভায় আরও জানানো হয়, আগামী ১৭ ও ১৮ সেপ্টেম্বর বসুন্ধরায় কর্মীদের নির্বাচন নিয়ে ডিজিটাল প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া এরশাদ ক্ষমতায় থাকা অবস্থায় যেসব উন্নয়ন কর্মকাণ্ড করেছেন, সেগুলো নিয়ে প্রচার চালানোর বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হবে। ঢাকা-১৭ আসন থেকে এরশাদের নির্বাচনের বিষয়েও প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে যৌথ সভায়। এসময় বলা হয়, নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) থেকেই এরশাদ জনসংযোগ শুরু করবেন।

যৌথসভায় উপস্থিত নেতারা দলের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন। এসময় তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন পার্টি চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ।

সারাবাংলা/এএইচএইচ/জেডএফ

এরশাদ জাতীয় পার্টি রওশন এরশাদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর