নির্বাচন অভ্যন্তরীণ বিষয়, কোনো মন্তব্য নয়: ভারত
৫ সেপ্টেম্বর ২০১৮ ১৭:১২
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এ বিষয়ে মন্তব্য করা ঠিক নয়।’
বুধবার (৫ সেপ্টেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যম কর্মীদের এ কথা বলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। এর আগে, পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের সঙ্গে বৈঠক করেন তিনি।
হর্ষ বর্ধন শ্রিংলা জানান, পররাষ্ট্র সচিবের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠকটি একটি রুটিন ওয়ার্ক। দুই দেশের মধ্যে চলমান একাধিক উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি নিয়ে বৈঠকে আলোচনা হয়।
আরও পড়ুন- অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ আগামী নির্বাচন চায় যুক্তরাষ্ট্র
ভারতীয় হাইকমিশনার বলেন, ‘অর্থনৈতিক উন্নয়নে ঢাকা-নয়া দিল্লি একসঙ্গে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। বিদ্যুৎ ও জ্বালানি, সড়ক ও নৌ যোগাযোগসহ একাধিক খাতের উন্নয়নে দুই দেশ কাজ করছে।’
আগামী সপ্তাহে বিদ্যুৎ যোগাযোগ ইস্যুতে দুই দেশের মধ্যে বড় ধরনের একটি নতুন উন্নয়ন কাজের উদ্বোধন করা হবে— এ তথ্য জানিয়ে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘এরই মধ্যে ভারত থেকে ৬০০ মেগাওয়াটেরও বেশি বিদ্যুৎ নিচ্ছে বাংলাদেশ। আগামী সপ্তাহে বিদ্যুৎ সরবরাহের আরও একটি বড় কর্মকাণ্ডের উদ্বোধন করা হবে। ওই কাজের উদ্বোধনের পর আরও ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ ভারত থেকে আসবে বাংলাদেশে।’
গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে সদ্যসমাপ্ত বিমসটেক (বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিকেল অ্যান্ড ইকনমিক কোঅপারেশন) শীর্ষ সম্মেলনের সফলতা নিয়ে প্রশংসা করেন হর্ষ বর্ধন শ্রিংলা।
তিনি বলেন, ‘বিমসটেক সম্মেলনে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠক হয়েছে। এবারের বিমসটেক শীর্ষ সম্মেলনও অনেক সফল হয়েছে। সম্মেলনে এই অঞ্চলের নেতারা আঞ্চলিক উন্নয়নের জন্য বাণিজ্য, যোগাযোগসহ একাধিক খাতে একসঙ্গে কাজ করার জন্য সম্মত হয়েছে। এই বিষয়টি ইতিবাচক।’
সারাবাংলা/জেআইএল/টিআর