।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: রাজধানীর শাহ আলীর ডি ব্লকের ৪ নম্বর রোডের একটি বাসা থেকে শাহিনা আক্তার (৩২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
বুধবার (৫ সেপ্টেম্বর) সকালের দিকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মৃতদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
শাহ আলী থানার উপ পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, মৃত শাহিনার স্বামী নিরব ও তিন সন্তানকে নিয়ে শাহ আলীর ডি ব্লকের ৪ নম্বর রোডের একটি টিনসেড বাসায় ভাড়া থাকতো। স্বামী নিরব কবুতরের ব্যবসা করে।
তিনি আরও জানান, নিহতের সন্তানদের কাছ থেকে জানতে পেরেছি মঙ্গলবার গভীর রাতে পারিবারিক বিষয় নিয়ে তাদের ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে স্বামী নিরব স্ত্রী শাহিনাকে মারধর করে এবং গলায় তার দিয়ে পেঁচিয়ে ধরে। সাথে সাথে মারা যায় শাহিনা। বুধবার সকালে খবর পেয়ে শাহিনার মৃতদেহ উদ্ধার করি।
জিজ্ঞাবাদের জন্য নিরবের মা বাবা ও বোন জামাইকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে বলেও জানান তিনি।
সারাবাংলা/এসএসআর/এমও