দেশ বাঁচাতে ঐক্য চাই: ফখরুল
৫ সেপ্টেম্বর ২০১৮ ১৭:৫৪
।। স্পেশাল করেসপন্ডেন্ট।।
ঢাকা: ক্ষমতাসীন আওয়ামী লীগ বাংলাদেশকে ‘ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে’ উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশকে ধ্বংস হতে দিতে পারি না। দেশ ও জাতির প্রয়োজনে ন্যূনতম কর্মসূচির মাধ্যমে ঐক্যবদ্ধ হই। দেশকে বাঁচাতে জাতীয় ঐক্য গড়ে তুলি।
বুধবার (৫ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ঐক্য আয়োজিত ‘ইভিএম বর্জন জাতীয় নির্বাচন ও রাজনৈতিক জোট’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।
ফখরুল বলেন, ‘বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে আটকে রাখার জন্য জেলখানায় আদালত বসানো হয়েছে। সরকার আইনের লঙ্ঘন করেছে। স্বাধীন বাংলাদেশে এ রকম কোনো নজির নেই।’
তিনি বলেন, ‘যেখানে আদালত করা হয়েছে, সেট ছোট একটি রুম। অন্ধকার। হুইল চেয়ার নিয়ে এসেছেন। বেগম জিয়া বলেছেন, এখানে তিনি আর যাবেন না।’
বিএনপি মহাসচিব বলেন, ‘আজ ফ্যাসিস্ট সরকার গণতন্ত্রের ওপর হামলা করেছে। বিএনপি নেতাকর্মীদের নামে ভৌতিক মামলা করেছে।’
তিনি বলেন, ‘১৯৭১ সালে পাকিস্তানের নির্মমতা দেখেছি। বর্তমান সরকার কি এখন কম নির্যাতন করছে? আসুন, আমরা দলমত নির্বিশেষে জাতীয় ঐক্য গড়ে তুলি।’
বেগম জিয়াসহ সব রাজনৈতিক নেতাকর্মীদের নির্বাচনের আগে মুক্তি দিতে হবে। নির্বাচনের সময় জনগণের নিরাপত্তার জন্য সেনাবাহিনী মোতায়েন করতে হবে বলেন ফখরুল।
সারাবাংলা/একে