Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটের ডাক প্রকাশে বাধা নেই


২৯ নভেম্বর ২০১৭ ০৯:২৪

সারাবাংলা প্রতিবেদক

দৈনিক সিলেটের ডাক পত্রিকার প্রকাশনা বাতিল সংক্রান্ত জেলা প্রশাসকের নোটিশ তিনমাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। বুধবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের বেঞ্চ এ আদেশ দেন। এর ফলে পত্রিকা প্রকাশে আইনগত আর কোনো বাধা নেই।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন। সঙ্গে ছিলেন আব্দুল হালিম কাফী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

আব্দুল হালিক কাফী জানান, গত ১৫ জুন পত্রিকাটির ডিক্লারেশন বাতিল করে জেলা প্রশাসন। প্রতারণা ও জালিয়াতির মামলায় পত্রিকার মালিক-প্রকাশক রাগীব আলীর দণ্ড হওয়ায় জেলা প্রশাসন পত্রিকার প্রকাশনা বাতিলের সিদ্ধান্ত নেয়। বিষয়টি নিয়ে রিট করা হলে আদালত রুল জারি করেন।

হাইকোর্টের রায়ের ফলে পত্রিকাটি আবার প্রকাশনা শুরু করতে পারবে বলে জানিয়েছেন আব্দুল হালিম কাফী।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার বলেন, আদালত ডিক্লারেশন বাতিলে জেলা প্রশাসকের নোটিশ তিন মাসের জন্য স্থগিত করেছেন।

সারাবাংলা/এজেডকে/আরসি/একে/নভেম্বর ২৯,২০১৭

 

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর