রাবির আবাসিক ভবনের ছাদ খসে পড়ার আতঙ্ক
৬ সেপ্টেম্বর ২০১৮ ০৯:১০
।। রাবি করেসপন্ডেন্ট ।।
রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আবাসিক ভবনের ছাদ খসে পড়া নিয়ে আতঙ্কে সময় পার করছেন শিক্ষকরা। সম্প্রতি ছাদের টুকরোর আঘাতে শিক্ষক পুত্রের আহত হওয়ারও ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের শিক্ষক অধ্যাপক ড. ইশতিয়াক হোসেন এর অভিযোগ, গত সোমবার (৪ আগস্ট) দুপুরে গোসলের জন্য ওয়াশরুমে গেলেই খসে পড়েছে ছাদ। দুই বালতিতে করে ধসে পড়া পলেস্তারাগুলো ফেলে দিয়েছি। একটুর জন্য মাথার ওপর পলেস্তারার টুকরোগুলো পড়েনি বলে জানান তিনি।
ওই শিক্ষক জানান, কিছুদিন আগে তার ঘুমন্ত ছেলের ওপর ছাদের পলেস্তারা ধসে পড়ে। এতে তার ছেলে সামান্য আহত হন।
সূত্রে জানা গেছে, তিনটি ক্যাটাগরিতে মোট ৮৮টি ভবনে ৩১৯টি বাসায় শিক্ষক-কর্মকর্তার পরিবার থাকার ব্যবস্থা আছে। প্রতিটি ভবনেই একই সমস্যা বলে শিক্ষকরা জানান।
হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের শিক্ষক সোহেল মেহেদী বলেন, পুরনো ভবনগুলো দীর্ঘদিন মেরামত না হওয়ায় এমন সমস্যা দেখা দিয়েছে। যাদের ভবনে এমন সমস্যা হচ্ছে তাদের পরিবারের মধ্যে আতঙ্ক কাজ করছে।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী সিরাজুম মুনীর বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আবাসিক ভবনগগুলো পুরাতন হওয়ায় নিয়মিতই এমন ঘটনা ঘটছে। স্থায়ী সমাধানে যাওয়ার জন্য ভবনের ছাদ পরিবর্তন করতে হবে। এতে বড় বাজেটের প্রয়োজন। চেষ্টা করছি যাতে ওই ভবনের ছাদগুলো পরিবর্তনের মাধ্যমে স্থায়ী সমাধানে যাওয়া যায়।
সারাবাংলা/একে