Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক গ্রেফতার


৬ সেপ্টেম্বর ২০১৮ ০৯:৫৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা : চাঁদাবাজির একটি মামলায় যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হককে গ্রেফতার করেছে মিরপুর থানা পুলিশ।

বুধবার (৫ সেপ্টেম্বর) রাত ৩ টায় তাকে গ্রেফতার করেন মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বজলুর রহমান।

মিরপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওহাদুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চাঁদাবাজির অভিযোগ এনে দুলাল নামে এক ব্যক্তি তার বিরুদ্ধে মামলাটি করেন। মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন এসআই বজলুর রহমান। তিনি তাকে গ্রেফতার করে থানায় রেখে গেছেন।

থানা সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) সকালে এই মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে আদালতে পাঠিয়ে রিমান্ড চাওয়া হতে পারে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/এসএমএন

 

গ্রেফতার মোজাম্মেল হক যাত্রী কল্যান সমিতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর