রাজধানীতে ট্রেনে কাটা পড়ে সেনা সদস্যের মৃত্যু
৬ সেপ্টেম্বর ২০১৮ ১১:২০ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০১৮ ১১:২১
।। স্টাফ করেসপন্ডেন্ট।।
ঢাকা: রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় ট্রেনে কাটা পড়ে আ. রাজ্জাক (৩৭) নামে সেনাবাহিনীর এক সদস্য মারা গেছেন। তিনি ঢাকা ক্যান্টনমেন্ট এ কর্পোরাল হিসেবে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টার দিকে এ ক্যান্টনমেন্ট স্টাফ রোডের রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
মৃত আব্দুর রাজ্জাকের বাড়ি বরিশালের বাবুগঞ্জে। তার বাবার নাম নূর মোহাম্মদ হাওলাদার।
ঢাকা রেলওয়ে থানার সহকারী উপ পরিদর্শক (এ এসআই) মো. রবিউল্লাহ জানান, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনটি ক্যান্টনমেন্ট রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় কর্পোরাল আব্দুর রাজ্জাক ট্রেনের নিচে কাটা পড়লে তার শরীর ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়। পরে তার মরদেহ উদ্ধার করে ঢামেকে পাঠানো হয়েছে। আব্দুর রাজ্জাকের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান রবিউল্লাহ।
সারাবাংলা/এসএসআর/এমএইচ