Saturday 18 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চার্জশিটে জাবালে নূরের মালিকসহ আসামি ৬


৬ সেপ্টেম্বর ২০১৮ ১৪:৫৬ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০১৮ ১৮:৫৯

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর কুর্মিটোলা এলাকায় জাবালে নূর পরিবহনের বাসচাপায় শহীদ রমিজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় ছয় জনকে দোষী সাব্যস্ত করে আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। তবে আসামিদের দণ্ডবিধির ৩০২ ধারার পরিবর্তে ৩০৪ ধারায় অভিযুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) এই চার্জশিট জমা দিয়েছে বলে সারাবাংলা’কে নিশ্চিত করেছেন ডিএমপি গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান।

তিনি জানান, চার্জশিটে জাবালে নূর পরিবহনের ঘাতক বাসের চালক মাসুম বিল্লাহ, তার সহকারী এনায়েত হোসেন, বাসটির মালিক শাহাদাত হোসেন, অপর বাসের চালক জুবায়ের সুমন, সহকারী আসাদ এবং মালিক জাহাঙ্গীর আলমকে অভিযুক্ত করা হয়েছে।

তবে অপর দুই আসামি রিপন হোসেন ও সোহাগ আলী অব্যাহতি চেয়েছেন। মামলাটির তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার পুলিশ পরিদর্শক কাজী শরিফুল ইসলাম ছয় আসামিকে অভিযুক্ত করে সিএমএম আদালতে এই চার্জশিট দাখিল করেন।

জানা গেছে, চার্জশিটে আসামিদের ৩০২ ধারায় অভিযুক্ত না করে ৩০৪ ধারায় অভিযুক্ত করা হয়েছে। ৩০২ ধারায় অভিযুক্ত করা হলে মামলাটি হত্যা মামলা হিসেবে চিহ্নিত হতো এবং এ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দেওয়া সম্ভব হতো।

উল্লেখ্য, গত ২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের কাছে বিমানবন্দর সড়কে বাসচাপায় রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী মিম ও আব্দুল করিম নিহত হন। এ ঘটনায় নিহত শিক্ষার্থী দিয়া খানমের বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন।

বিজ্ঞাপন

পরে মিরপুর ও বরগুনা জেলায় অভিযান চালিয়ে জাবালে নূরের তিন বাসের তিন চালক এবং তাদের দুই সহযোগী এনায়েত ও রিপনকে গ্রেফতার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১)। এরপর গত ১ আগস্ট সন্ধ্যায় র‍্যাবের পক্ষ থেকে জাবালে নূরের ঘাতক বাসের মালিক শাহাদাত হোসেনকে (৬০) গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া ছয়জনকে পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে মামলাটির তদন্ত করছে ডিবি।

জাবালে নূর পরিবহনের বাসচাপায় দুইজন নিহত হওয়ার প্রতিবাদে ৯ দফা দাবি আদায়ে রাজপথে নামেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সরকারের পক্ষ থেকে তাদের দাবি মেনে নেওয়া হয়। পাশাপাাশি দিয়া-রাজিবের পরিবারকে ২০ লাখ টাকা করে অর্থ সহায়তা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সারাবাংলা/ইউজে/টিআর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর