Saturday 18 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে পৃথক দুর্ঘটনায় ২ শিশুর মৃত্যু


৬ সেপ্টেম্বর ২০১৮ ১৬:৩১ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০১৮ ১৬:৩২

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: রাজধানীতে পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। কদমতলী থানার জুরাইনে ভবনের ছাদ থেকে নিচে পড়ে ওমর ফারুক (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আর সুত্রাপুর থানার লোহারপুল এলাকার বিদ্যুৎস্পৃষ্টে নয়ন (১২) নামের আরেক শিশুর মৃত্যু হয়।

বৃহস্পতিবার (৬ সেপ্টম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এদুটি দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মৃত ওমরের মা রুনা আক্তার জানান, তাদের বাসা কেরানীগঞ্জে, ওই এলাকার চুনকুটিয়া প্রাইমারি স্কুলের দ্বিতীয় শ্রেণিতে পড়তো ওমর। স্বামী জামাল হোসেনের সঙ্গে মনোমালিন্য করে ৫ মাস আগে ছেলে ওমরকে নিয়ে জুরাইন নবারন গলিতে বাবা-মায়ের বাসায় চলে যান তিনি।

তিনি জানান, সকাল ১১টার দিকে জুরাইনের ওই বাসার পাশে একটি দ্বিতীয় তলা বাসার ছাদে খেলতে যায় ওমর। সেখান থেকেই নিচে পড়ে যায় সে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ওমর ছিলো তাদের একমাত্র সন্তান।

নয়নের মামা মোহাম্মদ জনি জানান, ডেমরা স্টাফ কোয়ার্টারে বাবা মায়ের সঙ্গে থাকতো নয়ন। সূত্রাপুর লোহারপুল খালপাড় ১৭, কে পি রোডে মামার বাসায় বেড়াতে আসে নয়ন। গত ১ মাস ধরে সেখানেই ছিলো ডেমরার স্থানীয় একটি স্কুলের এই ছাত্র। সকালে বাসার পাশের একটি টিনসেড বাসার চালে উঠে ঘুড়ি পারার জন্য। সেখান থেকেই বিদ্যুৎস্পৃষ্টে  হয় সে। পরে অচেতন অবস্থায় তাকেও উদ্ধার করে হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা আছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/এমএইচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর