Sunday 27 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাফ নদীতে বিজিবি-বিজিপি’র যৌথ টহল


৬ সেপ্টেম্বর ২০১৮ ১৭:১০

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

কক্সবাজার: টেকনাফের নাফ নদীতে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ(বিজিপি) পর্যায়ে যৌথ টহল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত নাফ নদীর বিআরএম-১৫ হতে বিআরএম-১৮ এলাকায় এই টহল চলে। পরে বিজিবি সদস্যরা টেকনাফ বাংলাদেশ-মিয়ানমার ট্রানজিট জেটি হয়ে ফিরে আসেন।

টেকনাফ ২নং বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. আছাদুজ্জামান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশের পক্ষে টহলে নেতৃত্ব দেন ২বর্ডার গার্ড ব্যাটালিয়নের হোয়াইক্যং বিওপির সুবেদার মো. আব্দুল জলিল।  এতে দু’টি স্পিডবোটে ছিলেন ১২ জন বিজিবি সদস্য। সমপরিমাণ সদস্য নিয়ে মিয়ানমারের পক্ষে দেন মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের অধীন কাইকং ক্যাম্পের পুলিশ কমান্ডার লিও নাইং লি।

টেকনাফ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়ান (বিজিবি’র) অধিনায়ক লে. কর্নেল মো. আছাদুজ্জামান চৌধুরী জানান, সৌহার্দ্যপূর্ণ সহাবস্থানের লক্ষ্যে নাফ নদীতে যৌথ টহল শেষ হয়েছে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী সীমান্তে মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ রোধ ও মাছ ধরার জেলেদের বিষয়ে কোনো সমস্যা তৈরি হলে প্রয়োজনে পতাকা বৈঠকের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধানে সচেষ্ট থাকবে বলে একমত পোষণ করেন। পরে উভয় পক্ষের টহল কমান্ডার ও সদস্যরা কুশল বিনিময় শেষে যৌথ টহল সুষ্ঠু, সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শেষ করে।

২০১৮ সালে প্রথমবারের মতো গত ৫ মার্চ নাফ নদীর শাহপরীর দ্বীপ এলাকায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যৌথ টহল অনুষ্ঠিত হয়।

সারাবাংলা/এমএইচ

বিজ্ঞাপন

বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত বিজিপি বিজিবি বিজিবি-বিজিপি

বিজ্ঞাপন
সর্বশেষ

মাদকসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার
২৬ অক্টোবর ২০২৪ ২৩:০১

সম্পর্কিত খবর