Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘোষণা করা হলো টেলিনর ইয়ুথ ফোরামের ৭ ফাইনালিস্টের নাম


৬ সেপ্টেম্বর ২০১৮ ২২:৩৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। সারাবাংলা ডেস্ক ।।

টেলিনর ইউথ ফোরামের গ্র্যান্ড ফিনালের জন্য এবারের আসরের ৭ প্রতিযোগীর নাম ঘোষণা করেছে গ্রামীণফোন।বৃহস্পতিবার(৬ সেপ্টেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতের মাধ্যমে গ্রামীণফোন থেকে জানানো হয়, ১৪০০ এর বেশি আবেদন থেকে যাচাই-বাছাই করে সেখান থেকে ৬০ জন নির্বাচন করা হয়। তারা ৪ ও ৫ সেপ্টেম্বর ঢাকার জিপিহাউজে গ্র্যান্ড ফিনালের জন্য নিজেদের ধারণা উপস্থাপন করেন। সেখান থেকে নির্বাচন করা হয় চূড়ান্ত সাত প্রতিযোগীকে।

গ্রান্ড ফিনালের জন্য নির্বাচিতরা হলেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের তাসনীম ওমর আভা, ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ-এর সামিন আলম ও সৈয়দ সামিন শাহরিয়ার, বাংলাদেশ ইউনির্ভাসিটি অফ প্রফেশনালসের তারেক মুসান্না ও মোহাম্মদ নাজিব ইন্তোসার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইবিএ-এর সাবিহা সাজু ইবনে আবেদিন এবং আর্মি আইবিএ-এর ইফতেখার মাহমুদ।

বিজ্ঞাপন

গ্র্যান্ড ফিনালে থেকে বিজয়ী সৌভাগ্যবান দুই জন ডিসেম্বরে নোবেল শান্তি পুরষ্কার প্রদানের সময় অসলো ভ্রমণ করবেন।

সারাবাংলা/এনএইচ

গ্রামীণফোন টেলিনর ইয়ুথ ফোরাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর