কর্মকর্তা-কর্মচারীদেরকে ১৮ কোটি ৪৮ লাখ টাকা অনুদানের সিদ্ধান্ত
৬ সেপ্টেম্বর ২০১৮ ২২:৪৭
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: বেসামরিক প্রশাসনে চাকুরিরত অবস্থায় মৃত্যুবরণ করেছে বা গুরুতর আহত হয়ে স্থায়ীভাবে অক্ষম হয়েছে এমন দুই শ ঊনষাট জনের অনুকূলে ১৮ কোটি ৪৮ লাখ টাকা অনুদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের কল্যাণ শাখার এক মঞ্জুরি জ্ঞাপনের মাধ্যমে আজ বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) এতথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বেসামরিক প্রশাসনে চাকুরিরত অবস্থায় কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী মৃত্যুবরণ করেছে অথবা গুরুতর আহত হয়ে স্থায়ীভাবে অক্ষম হয়েছে এমন কর্মকর্তা কর্মচারীদের অনুকুলে আবেদনের প্রেক্ষিতে আর্থিক অনুদান প্রদান করা হয়। অনুদান প্রদানের ক্ষেত্রে একটি নীতিমালা রয়েছে সরকারের। ওই নীতিমালা অনুযায়ী সব কিছু যাছাই বাছাই করে অনুদান প্রদানের বিষয়টি চুড়ান্ত করে। নীতিমালাটি, ২০১৩’ করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ে বাছাই কমিটির সভায় প্রত্যেক মৃত কর্মকর্তা বা কর্মচারীর পরিবারকে ৮ লাখ টাকা এবং গুরুতর আহত হয়ে স্থায়ীভাবে অক্ষম প্রত্যেক কর্মকর্তা বা কর্মচারীকে সর্বোচ্চ ৫ লাখ টাকা অনুদান প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।
সারাবাংলা/এএইচএইচ/এমআই