Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রাজিলে প্রেসিডেন্ট পদপ্রার্থীকে ছুরিকাঘাত, হামলাকারী আটক


৭ সেপ্টেম্বর ২০১৮ ০৯:৩৪

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

ব্রাজিলে পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এগিয়ে থাকা প্রার্থী জেইর বলসোনারোকে ছুরিকাঘাত করা হয়েছে। বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য মিনাস গিরেইসে জনবহুল এক নির্বাচনী সমাবেশের মিছিলে তার ওপর এই হামলা চালানো হয়।

অতর্কিতে ন্যাক্কারজনক এই হামলার পরপরই এক টু্ইটবার্তায় তার ছেলে ফ্লাবিয়ো বলেন, ‘আমাদের ভাবনার চেয়েও আঘাতটা গুরুতর। তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তিনি প্রায় মরতেই বসেছিলেন। দয়া করে প্রার্থনা করুন।’

তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বলসোনারোর তলপেটে অস্ত্রোপচার করা হয়েছে। তিনি সেরে উঠবেন বলে আশা করা হচ্ছে।

এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারী এডেলিয়ো অবিসপো ডি অলিভেইরাকে আটক করা হয়েছে। তাকে নিরাপদ স্থানে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে পুলিশ।

যদিও বর্ণবাদ ও সমকামিতা নিয়ে বিরূপ মন্তব্যকারী এই রাজনীতিবিদের ওপর দেশটির অনেকেই বিরক্ত, তারপরও আগামী নির্বাচনে তিনি চমক দেখাবেন বলে ধারণা করা হচ্ছে।

নির্বাচনপূর্ব জরিপ বলছে, সাবেক প্রেসিডেন্ট লুলা ডি সিলভা নির্বাচনে অযোগ্য ঘোষিত হওয়ায় এর ফল ভোগ করতে যাচ্ছেন জেইর বলসোনারো। আগামী মাসে অনুষ্ঠিতব্য নির্বাচনে তিনি সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে হাঁটছেন।

সারাবাংলা/এএস

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর