Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এমপির জুট মিল থেকে মরদেহ উদ্ধার


৮ সেপ্টেম্বর ২০১৮ ০৯:০১

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

যশোর: যশোরের শার্শার সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের মালিকানাধীন আফিল উইভিং জুট মিলের আবাসিক ভবন থেকে পলাশ দাস ( ২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত পলাশ মনিরামপুর উপজেলার জামশা গ্রামের নিরঞ্জন দাসের ছেলে। তিনি আফিল উইভিং জুট মিলের কর্মচারী ছিলেন।

শার্শা থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল আক্তার বলেন, আমরা সংবাদ পাই আফিল উইভিং জুট মিলের পেছনে আবাসিক ভবনে এক যুবকের মৃত্যু হয়েছে। পরে সেখান থেকে মরদেহটি উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমান বলেন, এমপির ফোন পেয়ে আমি, তদন্ত কর্মকর্তা ও কয়েকজন পুলিশ অফিসার ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর বলা যাবে কীভাবে তার মৃত্যু হয়েছে।

সারাবাংলা/একে

মৃতদেহ উদ্ধার যশোর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর