Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় কৃষি কনভেনশন ও আন্তর্জাতিক কনফারেন্স শুরু


৮ সেপ্টেম্বর ২০১৮ ১০:৪৮

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: দেশের কৃষি উন্নয়ন, সম্প্রসারণ, সম্ভাবনাসহ নানা দিক তুলে ধরতে শনিবার থেকে দুই দিনব্যাপী ৬ষ্ঠ জাতীয় কনভেনশন ও আন্তর্জাতিক কৃষি কনফারেন্স শুরু হচ্ছে।

সকাল ১০টায় ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউট ( কেআইবি) কমপ্লেক্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি থেকে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কেআইবির সভাপতি কৃষিবিদ এ এম সালেহ এবং স্বাগত বক্তব্য রাখেন কেআইবির মহাসচিব কৃষিবিদ মো. খায়রুল আলম (প্রিন্স)।

খায়রুল আলম প্রিন্স তার বক্তব্যে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে খাদ্য ঘাটতির দেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। দেশের আপামর কৃষক সমাজ ডিজিটাল বাংলাদেশের সুফল পাচ্ছে।’

প্রিন্স তার বক্তব্যে ১৩ ফেব্রুয়ারিকে জাতীয় কৃষি দিবস ঘোষণার দাবি জানান। এছাড়া চিনি শিল্প টিকিয়ে রাখার জন্য প্রয়োজনীয় আরও পদক্ষেপ আশা করে। এছাড়া কৃষিবিদদের জন্য পৃথক ক্যাডারপদের দাবি করেন।

এ আয়োজনে মন্ত্রী, সংসদ সদস্য, সচিব, কৃষিবিদ, বিজ্ঞানীসহ মোট সাত হাজার অতিথি উপস্থিত রয়েছেন। এ কনভেনশনে ৪টি আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করা হয়েছে।

সারাবাংলা/একে

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর