Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পালানোর পথ খুঁজছে সরকার: ফখরুল


৮ সেপ্টেম্বর ২০১৮ ১২:২০

।।স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকাঃ সরকার পালাবার পথ খুঁজছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৮ সেপ্টেম্বর) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

“বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের করণীয়” শীর্ষক এই মতবিনিময় সভা আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এ দেশের মানুষ কখনো অন্যায়ের কাছে মাথা নোয়ায়নি। প্রবল প্রতাপশালী পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতা ছিনিয়ে এনেছে। পরবর্তীকালে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে গণতন্ত্রকে ফিরেয়ে এনেছে। আজকেও আমরা লড়াই করছি দীর্ঘদিন ধরে। হ্যাঁ এ লড়াই দীর্ঘ হচ্ছে— এটা ঠিক। তবে সরকারও এখন পালাবার পথ খুঁজছে। সে কারণেই তারা মরিয়া হয়ে উঠেছে, কীভাবে বিএনপিকে বন্ধ করা যায়, জনগণের ঐক্যকে বন্ধ করা যায়।’

বর্তমান সংকট উত্তরণে জাতীয় ঐক্যর কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, ‘আজকে যে সংকট দেখা দিয়েছে, এ সংকট থেকে মুক্ত হওয়ার একটাই মাত্র পথ, সেটা হলো জনগণের ঐক্য। জনগণের ঐক্য হতে হবে। সেই জন্যই দেশন্ত্রেী বেগম খালেদা জিয়া জেলে যাওয়ার আগে বলেছিলেন, ‘আমি হয়তো কারাগারে চলে যাব, আপনরা সমস্ত রাজনৈতিক দল নিয়ে একটা ঐক্য গড়ে তুলুন। সেই ঐক্য’র মধ্য দিয়ে এই দানবকে পরাজিত করুন।’

‘আজকে সেই লক্ষ্যেই তার নির্দেশনায় শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে, অন্যান্য দলগুলোর সাথে আলাপ-আলোচনার মধ্য দিয়ে জাতীয় ঐক্য গড়ে তোলার চেষ্টা করছি। আমরা বিশ্বাস করি, অতি দ্রুত এই জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হবে এবং সমগ্র জাতি এই স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করবে’— বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

জাতীয় ঐক্যর জন্য কোনো কোনো জায়গায় কিছুটা ছাড় দিতে হবে জানিয়ে তিনি বলেন, ‘আপনাদের কারো কারো মধ্যে একটা ভুল ধারণা আছে। দেশনেত্রী বাদ দিয়ে কেউ কোথাও আলোচনা করতে যায়নি। তারা (যুক্তফ্রন্ট নেতারা) সবাই চান দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি। ড. কামাল হোসেন আগেই বলেছেন, বি. চৌধুরী বিবৃতি দিয়েছেন। সুতরাং এখানে আপনাদের মধ্যে কোনো রকম দ্বিধা থাকা উচিত নয়।’

‘একটা জিনিস সব সময় মনে রাখতে হবে, বৃহত্তর ঐক্য কখনোই হবে না, যদি আমরা কিছু না কিছু ত্যাগ করি, কিছু না কিছু ছাড় দেই। কিছু ছাড় দিয়েই আমাদেরকে বৃহত্তর ঐক্য করতে হবে। আমরা সেটাই চেষ্টা করছি, প্রক্রিয়াধীন আছে। আমরা আশা করি এ কাজে সফল হবো, সমগ্র জাতি এটাই চায়’— বলেন বিএনপির মহাসচিব।

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘জনগণ ভোট কেন্দ্রে এলে আওয়ামী লীগ কিছুতেই ক্ষমতায় আসতে পারবে না। তাই আপনারা নিশ্চিত থাকুন, আওয়ামী লীগ ক্ষমতায় থেকে নির্বাচন দিলে ভোটারদের ভোটকেন্দ্রে আসতে দেবে না।’

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জয়নুল আবেদীন,  মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান, মুক্তিযোদ্ধা হাজী আবুল হোসেন, সাজেদুর রহমান বাবলু, আজিজুল হক লেবু, এম এ বারী, আব্দুল হালিম মিয়া, মোকসেদ আলী মঙ্গোলিয়া, নুরুল আমিন তরফদার প্রমুখ।

সারা বাংলা/এজেড/একে

বিএনপি মির্জা ফখরুল

বিজ্ঞাপন

বিদেশ বিভুঁই। ছবিনামা-১
২৪ নভেম্বর ২০২৪ ২৩:০০

আরো

সম্পর্কিত খবর