Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে ৯ লাখ ইয়াবা জব্দ


৮ সেপ্টেম্বর ২০১৮ ১২:৫৬

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলার দুই স্থানে অভিযান চালিয়ে ৯ লাখ পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। জব্দ হওয়া এসব ইয়াবা দাম ২৭ কোটি টাকা বলে বিজিবি জানিয়েছে।

শনিবার (৮ সেপ্টেম্বর) ভোরে নাজিরপাড়ার হাড়িয়াখালী ও সাবরাং লবণ মাঠ থেকে ইয়াবাগুলো জব্দ করা হয়। তবে কারবারীরা পালিয়ে যাওয়ায় তাদের কাউকে আটক করা যায়নি।

টেকনাফস্থ বিজিবি ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আছাদুদ-জামান চৌধুরী জানান, নাজিরপাড়া এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে এমন খবরে বিজিবি সদস্যরা আগে থেকে অবস্থান নেয়। সকালের দিকে ২০/২৫ জন লোককে ৮টি বস্তা মাথায় করে খাল পার হয়ে আসতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। এ সময় চোরাকারবারিরা পার্শ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহল দল তাদের ধাওয়া করে।

বিজিবির ধাওয়া খেয়ে চোরাকারবারিরা তাদের মাথায় থাকা বস্তাগুলো ফেলে যায়। তাদের ফেলে যাওয়া আটটি বস্তায় আট লাখ পিস ইয়াবা পাওয়া যায়।

অপরদিকে বিজিবির আরেকটি দল সাবরাং ইউনিয়নের হাড়িয়াখালী লবণ মাঠ এলাকা থেকে ১ লাখ পিস ইয়াবা জব্দ করে।

সারাবাংলা/একে

ইয়াবা কক্সবাজার বিজিবি

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর