তালাবদ্ধ দোকানে পুড়ে মরলেন ঘুমন্ত কর্মচারী
৮ সেপ্টেম্বর ২০১৮ ১৩:০৩
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
চট্টগ্রাম ব্যুরো : দোকানের ভেতর থেকে দরজায় তালা লাগিয়ে ঘুমাচ্ছিলেন কর্মচারী মো. সোহেল (১৯) । মাঝরাতে হঠাৎ দোকানের চারপাশে আগুন লাগলেও বের হতে পারেননি তিনি। ফলে দোকানের ভেতরেই ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে এবং পুড়ে তিনি মারা যান।
শুক্রবার (৭ সেপ্টেম্বর) গভীর রাতে চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানার আমিন জুটমিল এলাকায় এই ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, বৈদ্যুতিক শটসার্কিট থেকে রাত পৌনে ১ টার দিকে আমিন জুটমিলের সামনে জাহাঙ্গীর কলোনিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের চারটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে রাত ২ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ৯টি ঘর ও একটি ছোট দোকান পুড়ে গেছে। ওই দোকানেই ঘুমাচ্ছিলেন সোহেল।
চট্টগ্রাম নগর পুলিশের পাঁচলাইশ জোনের সহকারি কমিশনার দেবদূত মজুমদার সারাবাংলাকে বলেন, মরা সওদাগরের ভাঙ্গারির দোকানে কর্মচারী সোহেল ভেতরেই ঘুমাচ্ছিলেন। তিনি একাই দোকানটির ভেতরে ছিলেন। দরজা ভেতর থেকে তালাবদ্ধ করেছিলেন তিনি। আগুন যখন ছড়িয়ে পড়ে, তখন তিনি তালা খোলার চেষ্টা করেও ধোঁয়ার কারণে পারেননি। পরে ধোঁয়ায় দমবন্ধ হয়ে এবং দগ্ধ হয়ে মারা গেছেন। আগুন নিয়ন্ত্রণে আসার পর তার লাশ উদ্ধার করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
সারাবাংলা/আরডি/এসএমএন