Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আশা করি, নাটোরের বনলতা সেন নৌকায় ভোট দিতে ভুল করবে না’


৮ সেপ্টেম্বর ২০১৮ ১৫:৪৬

।। স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট ।।

ঢাকা: আগামী জাতীয় সংসদ নির্বাচনে নাটোরের জনগণকে নৌকা মার্কায় ভোট না দেওয়ার ভুল না করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, আমাদের উন্নয়ন আর অগ্রগতির দিকে আপনারা তাকান। আমি আপনাদের বলতে চাই, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের পাশে আছেন, থাকবেন। আমি আশা করি, নাটোরের বনলতা সেন নৌকা মার্কায় ভোট দিতে ভুল করবে না।

শনিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে রেলযোগে নাটোর রেল স্টেশনে পৌঁছে সেখানে এক পথসভায় এ আহ্বান জানান সরকারের এই সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

দলীয় মনোনয়ন প্রত্যাশীদের  উদ্দেশে কাদের বলেন, ‘যার পক্ষে নাটোরের জনগণ আছে, যাকে নাটোরের জনগণ ভালোবাসে, যাকে পছন্দ করে, মনোনয়ন তিনিই পাবেন। ছয় মাস পর পর পাঁচটি করে রিপোর্ট জমা পড়েছে। জনমত যার পক্ষে, আমরা তাকেই মনোনয়ন দেবো।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘বিএনপিকে ভোট দেওয়ার মতো কোন কারণ কি তারা দেখাতে পারবেন? দেশে উন্নয়ন অগ্রগতির এমন কী আছে, যা দেখে বিএনপিকে মানুষ ভোট দেবে? তাদের (বিএনপির) নেতিবাচক রাজনীতিতে তাদের জনপ্রিয়তা তিলে তিলে কমে গেছে।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সমালোচনা করে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, ‘মির্জা ফখরুল সাহেব বলেছেন, আমাদের নাকি ভোট কমেছে। আসল কথা হলো, আপনাদের নেতিবাচক রাজনীতিতে আপনাদের ভোটই কমে গেছে। এই নাটোরে আজকে দেখেন কী অবস্থা, পথসভা করতে এসেছি, হয়ে গেছে জনসভা!’

বিএনপির আন্দোলনের হুমকির প্রসঙ্গ তুলে ধরে কাদের বলেন, ‘১০ বছরে ১০ মিনিটের জন্যও রাস্তায় নামতে পারেনি। ভেবেছিল, খালেদা জিয়া জেলে যাওয়ার পর সাগরের উত্তাল নামবে। কিন্তু কী দেখলাম, নদীর রিপলও হলো না। বিএনপির আন্দোলনের মরা গাঙে জায়ার আর আসে না, আসবে না।’

বিজ্ঞাপন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গির কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, বি এম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী, উপদফতর সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ অন্যরা এসময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন-

নির্বাচনী ট্রেনযাত্রায় আওয়ামী লীগের নেতারা

দল শক্তিশালী করতেই ট্রেন সফর: ওবায়দুল কাদের

‘বিদ্রোহী প্রার্থী হলেই আওয়ামী লীগ থেকে বহিষ্কার’

নির্বাচ‌নে নাশকতার চেষ্টা কর‌লে সমুচিত জবাব: কা‌দের

সারাবাংলা/এমএমএইচ/টিআর

আওয়ামী লীগের নির্বাচনী সফর ওবায়দুল কাদের নাটোরে ওবায়দুল কাদের নির্বাচনী ট্রেনযাত্রা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর