Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ছাত্রলীগ হাল ধরলে নিরক্ষরতা দূর করতে সময় লাগবে না’


৮ সেপ্টেম্বর ২০১৮ ১৬:১৯

।। ঢাবি করেসপন্ডেন্ট ।।

ছাত্রলীগ হাল ধরলে নিরক্ষরতা দূর করতে বেশি সময় লাগবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

শনিবার (৮ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত ‘সাক্ষরতা অভিযান’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রিকশা চালান— এমন সাত জন ও চার জন ক্যান্টিন বালকের হাতে বই তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

অনুষ্ঠানে তিনি বলেন, ছাত্রলীগকে সারাদেশে নিরক্ষরতা দূর করার দায়িত্ব দেওয়া হয়েছে। আমি মনে করি, ছাত্রলীগ তাদের নির্ধারিত সময়ের মধ্যেই ঘোষণা করবে, বাংলাদেশে কোনো নিরক্ষর নেই। আমাদের প্রতিবেশী দেশ ভারতের তামিলনাড়ুতে শতভাগ মানুষ সাক্ষর। আমরাও নিরক্ষরতা দূরীকরণে অনেক দূর এগিয়েছি। এখন ছাত্রলীগ হাল ধরলে আমাদেরও শতভাগ সাক্ষরতায় পৌঁছাতে খুব বেশি সময় লাগবে না।’

স্বরাষ্ট্রমন্ত্রী  বলেন, ‘২০০১ সালে যখন আমরা ক্ষমতা ছাড়ি, তখন আমাদের সাক্ষরতার হার ছিল ৬০ শতাংশ। ২০০৯ সালে ফের ক্ষমতায় গ্রহণের সময় এই হার ছিল ৪০ থেকে ৪১ শতাংশ। এ ধরনের নজির পৃথিবীর অন্য কোনো দেশের ইতিহাসে কি না, আমার জানা নেই। আবার, আমরা চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা অর্জন করে গেলাম; ফিরে এসে পেলাম তিন হাজার ২০০ মেগাওয়াট। আমরা চাল ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ছিলাম। ফিরে এসে দেখলাম, লাখ লাখ টন খাদ্যের ঘাটতি। সেই বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা কোথায় নিয়ে গেছেন!  ২০০৮ সালে তিনি বলেছিলেন, বদলে দেবেন বাংলাদেশকে। তিনি সেটিই করে দেখিয়েছেন।’

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আপনারা সারাদেশ ঘুরে দেখুন। নিজের চোখে দেখুন, আমরা কোথা থেকে কোথায় যাচ্ছি। পায়রা বন্দরের দিকে চলে যান, কক্সবাজারের দিক দিয়ে চলে যান, আমাদের নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে— সেখানে চলে যান। আজ পৃথিবীর যেখানেই যাই, আমাদের সমীহ করে। সবখানেই প্রশ্ন, তোমাদের সফলতার রহস্য কী। আমি বলি, প্রধানমন্ত্রী জনগণকে ভালোবাসেন, জনগণ তার ওপর আস্থা রেখেছে; যেমন তার পিতার প্রতি আস্থা ছিল বাংলার মানুষের। ষড়যন্ত্রকারীরা তাকে বেঁচে থাকতে দেয়নি।’

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য অধ্যাপক ড. খন্দকার বজলুল হকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/কেকে/টিআর

আসাদুজ্জামান খাঁন কামাল ছাত্রলীগ স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন
সর্বশেষ

২৪ বলে ০ রানে জাকিরের লজ্জার রেকর্ড
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৮

সম্পর্কিত খবর