চট্টগ্রামে অস্ত্রসহ পরিবহন বন্দোবস্তকারী গ্রেফতার
৮ সেপ্টেম্বর ২০১৮ ২১:৫৪
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
চট্টগ্রাম ব্যুরে: চট্টগ্রাম নগরীতে অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করেছে বলে জানিয়েছে নগর গোয়েন্দা পুলিশ। ওমর ফারুক রাসেল (৩১) নামে ওই যুবক পণ্যবাহী পরিবহনের ব্রোকার বা বন্দোবস্তকারী বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে রাসেলকে নগরীর সদরঘাট থানার কদমতলী বাসস্ট্যান্ডের পাশে থ্রি স্টার নামে একটি পরিবহন কোম্পানির কার্যালয় থেকে গ্রেফতার করা হয়েছে।
রাসেলের কাছ থেকে একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ পাওয়া গেছে বলে সারাবাংলাকে জানিয়েছেন নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (বন্দর) আসিফ মহিউদ্দিন।
তিনি সারাবাংলাকে বলেন, রাসেল আমদানি-রফতানি পণ্য চট্টগ্রাম বন্দরে নিয়ে যাওয়া বা সেখান থেকে বের করার জন্য ট্রাক-কাভার্ড ভ্যান ভাড়ার বন্দোবস্তকারীর কাজ করেন। তবে ব্রোকার বা বন্দোবস্তকারী হিসেবে তালিকাভুক্ত না হয়েও প্রভাব দেখিয়ে রাসেল কাজ আদায় করে নিতেন বলে অভিযোগ আছে।
‘গ্রেফতারের পর রাসেলের কাছ থেকে জানা গেছে- একমাস আগে তিনি এই অস্ত্র সংগ্রহ করেন। তার বিরুদ্ধে সদরঘাট থানায় মাদক আইনে একটি মামলা আছে। গ্রেফতারের পর অস্ত্র আইনে আরেকটি মামলা দায়ের করা হয়েছে।’
রাসেল নগরীর সদরঘাট থানার হাজী এনায়েত আলী সর্দারের বাড়ির মো. আলমগীরের ছেলে।
সারাবাংলা/আরডি/এমআই