Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিদেশি নাগরিকের মৃত্যু


৮ সেপ্টেম্বর ২০১৮ ২৩:২৩ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০১৮ ১৮:২৭

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর গুলশান বারিধারা এলাকার একটি বাসায় বিদ্যুৎ স্পৃষ্টে আইহান ওজবেক (৪২) নামে এক তুরস্কের নাগরিকের মৃত্যু হয়েছে।

শনিবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে গুলশান বারিধারার ১০১ নাম্বার রোডের ১৬ নম্বর বাড়ির ৫ম তলার বাসায় ঘটনাটি ঘটে।

মৃত আইহেন অজবেক তুরস্কের নাগরিক। সে অ্যাজটেক টেকনলোজি নামের একটি আইটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

ওই কোম্পানির আইনজীবি সাখাওয়াত হোসেন জানায়, বিকালে তার এক কর্মচারীকে প্রিন্টিং মেশিনে কাজ শেখানোর সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ফ্লোরে পড়ে গিয়ে গুরুতর আহত হন।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে রাত পৌনে ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গুলশান থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানায়, বিদ্যুৎ স্পৃষ্টে তার মৃত্যু হয়েছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এমআই

বিজ্ঞাপন

২০২৫ সালেই বার্সায় ফিরছেন মেসি?
১৬ জানুয়ারি ২০২৫ ১০:৩৫

আরো

সম্পর্কিত খবর