পার্লামেন্টে ইরাকের প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি
৯ সেপ্টেম্বর ২০১৮ ১০:২০
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
ইরাকের দক্ষিণাঞ্চলের তেল সমৃদ্ধ শহর বসরায় ক্রমবর্ধমান আন্দোলন, উত্তেজনা ও সহিংসতার ঘটনায় দেশটির পার্লামেন্টে প্রধানমন্ত্রী হায়দার আল-আবেদির পদত্যাগ দাবি করেছে সাইরুন জোট ও ফাতেহ জোট। শনিবার (৮ সেপ্টেম্বর) পার্লামেন্টের এক জরুরি সভায় এই দাবি জানানো হয়। খবর আল-জাজিরা।
পার্লামেন্টে সাইরুন জোটের পক্ষ থেকে বলা হয়, আমরা চাই সরকার দেশের নাগরিকদের কাছে ক্ষমা প্রার্থনা করবে ও দ্রুত পদত্যাগ করবে।
অপরদিকে ফাতেহ জোটও একই দাবি জানায়। জোটের মুখপাত্র আহমেদ আল-আসাদি বলেন, সরকার বসরার সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছে।
সরকারি সেবা ক্ষেত্রের ভোগান্তি, বেকারত্বের প্রতিবাদ ও নাগরিক সুবিধা চেয়ে বসরায় আন্দোলন ও সংঘর্ষে গত কয়েক দিনে ১২ জনের মৃত্যু হয়েছে। তবে প্রধানমন্ত্রী এসব ঘটনাকে নাশকতা বলে দাবি করছেন। তিনি অভিযোগ তুলেছেন বসরার গভর্নর আসাদ আল এদানির বিরুদ্ধে।
প্রধানমন্ত্রী হায়দার আল-আবেদি বলেন, নগরীর বাজে ব্যবস্থাপনা ও চাকরি সংকটের কারণে এই আন্দোলন রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের পথে অগ্রসর হচ্ছে।
এদিকে শনিবার সকালে বসরায় কারফিউ জারি করা হলেও পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়। এরমধ্যেই বসরায় বিমানবন্দরে ৪টি রকেট হামলা চালায় অজ্ঞাত হামলাকারীরা। তবে এক্ষেত্রে বিমান উঠানামায় কোন বিঘ্ন ঘটেনি।
সারাবাংলা/এনএইচ
আরও পড়ুন:
ইরাকিদের দাবি নাগরিক সুবিধা, ১০ দিনের আন্দোলনে নিহত ৭