দক্ষিণখানে কিশোর মেহেদী হত্যার ঘটনায় গ্রেপ্তার ৮
৯ সেপ্টেম্বর ২০১৮ ১০:৫৩
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা : রাজধানীর দক্ষিণখানে দুই কিশোর গ্রুপের দ্বন্দ্বের জেরে কিশোর মেহেদী হাসানকে হত্যার ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) পক্ষ থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, গ্রেপ্তার আটজনের কাছ থেকে একটি ধারালো অস্ত্র এবং মোবাইল টেলিফোন জব্দ করা হয়েছে।
তবে কখন, কোথা থেকে বা কাদের গ্রেপ্তার করা হয়েছে সে সম্পর্কে এখনো কিছু জানায়নি ডিবি। এ বিষয়ে রোববার বেলা সাড়ে ১১টায় ঢাবা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়েছে। সেখানেই বিস্তারিত জানানো হবে।
এর আগে গত ৩১ আগস্ট দক্ষিণখানের সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জেরে আরাফাত গ্রুপ ও শান্ত গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এসময় গুরুতর আহত হয় মেহেদী হাসান (১৭)। চিকিৎসার জন্য কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তৃব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত কিশোরের মা জাহানারা বাদী হয়ে দক্ষিণখান থানায় একটি মামলা দায়ের করেন।
আরো পড়ুন : সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব: বন্ধুর বাসায় বেড়াতে এসে কিশোর খুন
সারাবাংলা/ইউজে/এসএমএন