Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিক নদী হত্যা মামলার ৩ নম্বর আসামি গ্রেফতার


৯ সেপ্টেম্বর ২০১৮ ১২:১৩ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০১৮ ১২:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

পাবনা : পাবনার সাংবাদিক সুবর্না আক্তার নদী হত্যা মামলার এজাহারভুক্ত তিন নম্বর আসামি শামসুজ্জামান মিলন (৪০) কে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৮ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার শামসুজ্জামান মিলন পাবনা শহরের গোপালপুর এলাকার বাসিন্দা। তিনি সুবর্না আক্তার নদীর সাবেক শ্বশুর ব্যবসায়ী আবুল হোসেনের মালিকানাধীন ইড্রাল ফার্মা (ইউনানী)’র ম্যানেজার। পরিবারের দাবি, সুবর্না নদীকে হত্যার সময় মিলন ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

রোববার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় র‌্যাব পাবনা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে শামসুজ্জামান মিলনকে গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানান র‌্যাব কমান্ডার।

গত ২৮ আগস্ট রাতে পাবনা শহরের অফিস থেকে ভাড়া বাসায় ঢোকার মুহুর্তে আনন্দ টিভির পাবনা প্রতিনিধি সুবর্না আক্তার নদীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় সুবর্না নদীর মর্জিনা বেগম বাদি হয়ে নদীর সাবেক স্বামী-শ্বশুরসহ তিনজনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরো ৫/৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

পরে এ ঘটনায় সুবর্নার সাবেক শ্বশুর আবুল হোসেনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এখনও গ্রেফতার হয়নি সুবর্নার সাবেক স্বামী রাজিব হোসেন।

সারাবাংলা/এসএমএন

সাংবাদিক নদী সুবর্না আক্তার নদী সুবর্না নদী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর