Tuesday 01 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিখোঁজের দুইদিন পর মাছের ঘেরে মিলল বস্তাবন্দি লাশ


৯ সেপ্টেম্বর ২০১৮ ১৩:৩১

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বাগেরহাট : বাগেরহাটের চিতলমারীতে নিখোঁজের দুইদিন পর মাছের ঘের থেকে বস্তাবন্দি অবস্থায় আনোয়ার শেখ (৫৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৮ সেপ্টেম্বর) রাতে চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের মাছুয়ারকুল গ্রামের একটি ঘের থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। আনোয়ার শেখ চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের কাননচর গ্রামের প্রয়াত হেমায়েত শেখের ছেলে।

পরিবারের বরাত দিয়ে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুকুল চন্দ্র সরকার বলেন, গত বৃহস্পতিবার বিকেলে আনোয়ার শেখ বাড়ি থেকে স্থানীয় কাননচর বাজারে যান। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। নিখোঁজের দুইদিন পর শনিবার সন্ধ্যায় আনোয়ারের বাড়ি থেকে ২০/২২ কিলোমিটার দূরে মাছের ঘেরে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশটি তোলার পর আনোয়ার শেখের স্বজনরা তা শনাক্ত করেন। নিহত আনোয়ার পেশায় কৃষক ছিলেন। দুর্বৃত্তরা তাকে পরিকল্পিতভাবে শ্বাসরোধে হত্যা করে বস্তাবন্দি করে মাছের ঘেরে ফেলে রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বলে জানান ওসি। কারা কি কারনে তাকে হত্যা করেছে তা পুলিশ নিশ্চিত হতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

রোববার (৯ সেপ্টেম্বর) সকালে ময়নাতদন্তের জন্য আনোয়ার শেখের লাশ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এই ঘটনায় নিহতের ছেলে সুমন শেখ বাদী হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে চিতলমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

সারাবাংলা/এসএমএন

বস্তাবন্দি লাশ বাগেরহাট মাছের ঘের

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর