Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অমিত সম্ভাবনার পথে এগিয়ে যাক বাংলাদেশ’


৩১ ডিসেম্বর ২০১৭ ২০:৫৯

সারাবাংলা ডেস্ক

ইংরেজি নববর্ষ উপলক্ষে দেওয়া বাণীতে আসছে বছরে বাংলাদেশ অমিত সম্ভাবনার পথে এগিয়ে যাবে এমন আশা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

তিনি বলেন, ‘বিগত বছরের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা পেছনে ফেলে নতুন বছরে অমিত সম্ভাবনার পথে এগিয়ে যাক বাংলাদেশ। নববর্ষ সকলের মাঝে জাগায় প্রাণের নতুন স্পন্দন, নতুন আশা, নতুন সম্ভাবনা’।

দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানান তিনি। রাষ্ট্রপতি আরো বলেন, ‘সময় থেমে থাকে না। এগিয়ে চলাই সময়ের ধর্ম। অতীতকে পেছনে ফেলে সময়ের চিরায়ত আবর্তনে খ্রিষ্টীয় নববর্ষ আমাদের মাঝে সমাগত। নতুনকে বরণ করা মানুষের স্বভাবগত প্রবৃত্তি। তাইতো নববর্ষকে বরণ করতে বিশ্বব্যাপী বর্ণাঢ্য আয়োজন। আমরাও পিছিয়ে নেই। ইংরেজি নববর্ষকে স্বাগত জানাতে প্রস্তুত আমাদের তরুণ সমাজসহ গোটাদেশ।’

তিনি বলেন, ‘বাংলা নববর্ষ জাতীয় সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকলেও ব্যবহারিক জীবনে ইংরেজি বর্ষপঞ্জিকা বহুল ব্যবহৃত। তাই জাতীয় জীবনে ইংরেজি বর্ষপঞ্জি প্রাত্যহিক জীবনযাত্রায় অবিচ্ছেদ্যভাবে মিশে আছে।’

সারাবাংলা/এটি


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর