ইউনাইটেডেই খালেদা জিয়ার চিকিৎসা চায় বিএনপি
৯ সেপ্টেম্বর ২০১৮ ১৬:৩৮
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা করতে সরকারের কাছে অনুরোধ জানিয়েছে বিএনপি।
রোববার (৯ সেপ্টেম্বর) বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে সাক্ষাৎ করে দলের পক্ষ থেকে এ আবেদন জানান বিএনপির প্রতিনিধি দলের সদস্যরা। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের এ কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, আমরা স্ট্যান্ডিং কমিটির সদস্য যারা আছি, তারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলাম। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেছি, খালেদা জিয়া যে হাসপতাল পছন্দ করেন, তাকে সেখানেই যেন ভর্তি করা হয়। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, কারা মহাপরিদর্শক ও সংশ্লিষ্টদের সঙ্গে আজই বৈঠক করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিশেষজ্ঞ ডাক্তারদের সঙ্গেও পরামর্শ করে তিনি এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
বঙ্গবন্ধু হাসপাতালে বিএনপির পছন্দের চিকিৎসক দিয়েই খালেদা জিয়ার চিকিৎসা করানো হবে— সরকারের পক্ষ থেকে জানানো এমন বক্তব্যের প্রসঙ্গে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, এ বিষয়ে কোনো মন্তব্য আমি করতে চাই না। আমাদের চেয়ারপারসনের পছন্দ ইউনাইডেট হাসপাতাল। আমরা মনে করি, সেখানেই তাকে চিকিৎসা করতে দেওয়া উচিত। কারণ তিনি বয়স্ক ও অসুস্থ। তার বয়সটা বিবেচনায় রেখে গুরুত্ব দেওয়া উচিত।
রোববার বিকেল ৩টার কিছুক্ষণ আগে সচিবালয়ে যান বিএনপির প্রতিনিধি দলের সদস্যরা। দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে এই প্রতিনিধি দলে আরও ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যরিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ড. মঈন খান, মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও কারা কর্তৃপক্ষের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। পরে বৈঠকে যোগ দেন কারা মহাপরিদর্শক সৈয়দ ইফতেখার উদ্দিন।
এর আগে শুক্রবার (৭ সেপ্টেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি দেওয়ার কথা বলেছিলেন মির্জা ফখরুল। ওই সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার কোনো চিকিৎসা হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
এর আগে, রাজধানীর বিশেষায়িত হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসার নির্দেশনা চেয়ে রোববার দুপুরে হাইকোর্টে রিট আবেদন করেন তার আইনজীবীরা। রিট আবেদন দায়েরের পরপরই খালেদা জিয়ার মামলার ও শারীরিক অবস্থার বিষয়ে জানাতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সঙ্গে দেখা করতে যান খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দীন সরকার, খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদলসহ বিএনপিপন্থী সিনিয়র আইনজীবীরা।
আরও পড়ুন-
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিএনপি প্রতিনিধিদল
খালেদার চিকিৎসা চেয়ে রিট, প্রধান বিচারপতির কাছে আইনজীবীরা
সারাবাংলা/এইচএ/টিআর
খালেদা জিয়া খালেদা জিয়ার চিকিৎসা বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বরাষ্ট্রমন্ত্রী