।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: দুবাইয়ে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে দুই দফা তলবেও হাজির না হওয়ায় বিএনপি নেতা মোসাদ্দেক আলী ফালুসহ তিন ব্যবসায়ীর বিরুদ্ধে অনুসন্ধানে ‘তদন্তে অসহযোগিতা’র অভিযোগে আইনি পদক্ষেপ নেবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (৯ সেপ্টেম্বর) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।
ফালু ছাড়া বাকি দুই ব্যবসায়ী হলেন আরএকে পেইন্টস লিমিটেডের পরিচালক শায়লিন জামান আকবর ও স্টার সিরামিকস লিমিটেডের পরিচালক প্রতিমা সরকার।
অর্থ পাচারের এ ঘটনায় ফালুর ভাতিজা রোজা প্রোপার্টিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা নাঈম উদ্দিন আহম্মেদের বিদেশ ভ্রমণেও নিষেধাজ্ঞা দিয়েছে দুদক। বিশেষ পুলিশ সুপারের (ইমিগ্রেশন) কাছে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন রোববার চিঠি দিয়েছেন। নাঈম দেশের বাইরে চলে যাওয়ার চেষ্টা করছেন বলে ওই চিঠিতে উল্লেখ রয়েছে। অর্থ পাচারের এ ঘটনায় ফালুর ভাতিজা ও রোজা প্রোপার্টিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা নাঈম উদ্দিন আহম্মেদ ও পরিচালক আশফাক উদ্দিন আহম্মেদকে আগামী ১২ সেপ্টেম্বর হাজির হতে নোটিশ দিয়েছে দুদক।
এর আগে, গত ৩ সেপ্টেম্বর দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের সই করা এক চিঠিতে ফালুসহ ৯ কর্মকর্তাকে ৫ সেপ্টেম্বর দুদকে হাজির হতে বলা হয়। তারও আগে, মোসাদ্দেক আলী ফালুকে গত ১৪ আগস্ট তলব করা হলে তিনি তার প্রতিষ্ঠানের মাধ্যমে সময়ের আবেদন করেন। ওই আবেদনের প্রেক্ষিতে নতুন সময় দেয় দুদক। তবে দ্বিতীয় দফাতেও দুদকে হাজির হননি ফালু। তাদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ৮০ লাখ মার্কিন ডলারের সম পরিমাণ অর্থ দুবাইয়ে পাচারের অভিযোগ রয়েছে।
সারাবাংলা/ইএইচটি/টিআর