চট্টগ্রামে মাদ্রাসায় ‘নির্যাতনে’ ছাত্রের মৃত্যুর অভিযোগ
১০ সেপ্টেম্বর ২০১৮ ১১:৪১
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম নগরীতে একটি মাদ্রাসায় নির্যাতন করে ১৪ বছরের এক কিশোরকে হত্যার অভিযোগ উঠেছে। শাহরিয়ার আলম নামে এই কিশোর ওই মাদ্রাসার হেফজখানার ছাত্র।
রোববার (১০ সেপ্টেম্বর) রাতে নগরীর হালিশহর থানার নয়াবাজার এলাকার নাহাদাতুল উম্মে মাদ্রাসায় এই ঘটনা ঘটেছে।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান সারাবাংলাকে বলেন, মাদ্রাসা কতৃর্পক্ষ আমাদের জানিয়েছে, ছেলেটি তাদের হোস্টেলের একটি কক্ষে ভেন্টিলেটরের সঙ্গে লুঙ্গি বেঁধে সেটির সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। কিন্তু ছেলেটির মা-বাবা বলেছেন, তাকে হোস্টেলের ভেতর নির্যাতন করে মেরে ফেলা হয়েছে। যেহেতু হত্যার অভিযোগ উঠেছে, লাশ ময়নাতদন্ত করা হবে। হত্যা মামলা দায়ের করা হচ্ছে।
এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত এএসআই আলাউদ্দিন তালুকদার সারাবাংলাকে জানান, রাত সাড়ে ১১ টার দিকে শাহরিয়ারকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার গলায় জখমের চিহ্ন আছে। তিনি আরো বলেন, মাদ্রাসার লোকজনই তাকে হাসপাতালে এনেছিল। তারা বলেছে, শাহরিয়ার আত্মহত্যা করেছে।
শাহরিয়ার নগরীর এনায়েতবাজার এলাকার শাহীন আলমের ছেলে।
সারাবাংলা/আরডি/এসএমএন