Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্যারিসে ছুরি হামলায় ২ ব্রিটিশ পর্যটকসহ আহত ৭


১০ সেপ্টেম্বর ২০১৮ ১৩:৪১

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

ফ্রান্সের রাজধানী প্যারিসের রাস্তায় ছুরি হামলার ঘটনা ঘটেছে। এতে ২ ব্রিটিশ পর্যটকসহ ৭ জন আহত হয়েছেন। রবিবার (৯ সেপ্টেম্বর) রাত ১১টার পর শহরের উত্তর-পূর্বাঞ্চলের একটি খালের তীরে এই ঘটনা ঘটে। আহত ৭ জনের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় তদন্তকারী কর্মকর্তারা জানান, প্যারিসের রাস্তায় বিদেশীদের লক্ষ্য করে ছুরি ও লোহার রড দিয়ে হামলা চালানো আফগান নাগরিককে গ্রেফতার করা হয়েছে। তার সঙ্গে কোনো সন্ত্রাসী সংগঠনের সম্পৃক্ততা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় এক সিনেমা হলের নিরাপত্তা রক্ষী বলেন, ‘হামলাকারীকে ধরার জন্য দুজন লোক তার পিছে ধাওয়া করছিল। এ সময় সে তাদের লক্ষ্য করে একটি লোহার রড ছুঁড়ে মারে। এরপর একটি ছুরি বের করে।’

প্রত্যক্ষদর্শী ইউসেফ নাজাহ্ বলেন, তিনি খালের পাড় দিয়ে একা হেঁটে যাচ্ছিলেন। এ সময় তিনি একজন লোককে প্রায় ২৫-৩০ সেন্টিমিটার (১০-১১ ইঞ্চি) লম্বা ছুরি হাতে দৌড়াতে দেখেন। তিনি আরও বলেন, ‘প্রায় ২০ জন লোক তাকে ধাওয়া করছিল। তারা তাকে লক্ষ্য করে পেটানক বল ছুঁড়ে মারছিল।’

এটি ফ্রান্সের একটি জনপ্রিয় খেলায় ব্যবহৃত ছোট বল। এটা বাউলস নামেও পরিচিত। নাজাহ্ বলেন, ‘হামলাকারীর মাথায় চার থেকে পাঁচটি বল আঘাত করলেও সে থামেনি।’ তিনি জানান, ‘এরপর পায়ে হাটার একটি সরু গলিতে ঢুকে সে সেখানে লুকিয়ে থাকা দুই ব্রিটিশ নাগরিকের ওপর হামলা চালায়।’

সম্প্রতি ফ্রান্সে বেশ কয়েকটি ছুরি হামলার ঘটনা ঘটেছে। অধিকাংশ ঘটনাগুলোর সঙ্গে সন্ত্রাসবাদের সম্পৃক্ততা নাকচ করে দেওয়া হয়েছে। এটি একই ধরনের সর্বশেষ হামলার ঘটনা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএস

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর