Saturday 18 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহজালালে আবারও ১৪০ কেজি খাট জব্দ


১০ সেপ্টেম্বর ২০১৮ ১৬:১৮ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৮ ১৮:০০

।।সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবারও নতুন মাদক হিসেবে পরিচিত ১৪০ কেজি খাট (এনপিএস) জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার দুপুরে জেট এয়ারওয়েজের একটি বিমানে আসা ১৪০ কেজি খাট জব্দ করে ঢাকা কাস্টমস হাউজ।

সোমবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী সারাবাংলা’কে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘৯ সেপ্টেম্বর বিকেলে জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসআইয়ের তথ্য মতে জানা যায়, বিমানবন্দর কার্গো ইউনিটের ভেতরে ফরেইন পোস্ট অফিসের মাধ্যমে বেশ কয়েকটি সন্দেহভাজন কার্টন এসেছে। ওইসব কাটনে ১৪০ কেজির মতো খাট আছে বলে জানা যায়। ওইসব কার্টন জব্দ করে আজ খুললে ভেতরে খাট মেলে।’

তিনি আরও বলেন, ইথিওপিয়া থেকে খাটের চালানটি ভারত হয়ে জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে রোববার দুপুরে ঢাকায় আনা হয়।

এর আগে গত ৬ সেপ্টেম্বর খাটের দ্বিতীয় চালান ঢাকা কাস্টমস হাউজ জব্দ করে। তখন ১৬০ কেজি নতুন মাদক খাট মেলে। আর ৩১ আগস্ট প্রথম খাটের চালান হিসেবে ৮৬১ কেজি জব্দ করে মাদক নিয়ন্ত্রণ অধিদফতর।

সারাবাংলা/ইউজে/এমএইচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর