‘যুগ ও সমাজের চাহিদা অনুসারে নতুন আইন সৃষ্টি হয়’
১০ সেপ্টেম্বর ২০১৮ ১৮:৪১
।। সারাবাংলা ডেস্ক ।।
চট্টগ্রাম ব্যুরো: একুশে পদকপ্রাপ্ত বুদ্ধিজীবী ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন বলেছেন, যুগ ও সমাজের চাহিদা অনুসারে আইন ক্রমশ বদল ও বিবর্তিত হয়। নতুন নতুন আইনও সৃষ্টি হয়।
প্রিমিয়ার ইউনিভার্সিটি ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (পুলা) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, তথ্যপ্রযুক্তি আইন কিছুদিন আগেও আমাদের দেশে ছিল না। কিন্তু অনাকাঙ্খিতভাবে সৃষ্ট সাইবার ক্রাইম রোধের জন্য এই আইনটির সৃষ্টি হয়েছে।
অনুপম সেন বলেন, এক সময় বিদ্যুৎ ছিল না। বিদ্যুৎ ও বৈদ্যুতিক বাল্ব আবিষ্কারের পরে এই বিদ্যুৎকে নিয়ে অনেক আইন সৃষ্টি হয়েছে। গ্যাসের জন্যও নতুন আইন হচ্ছে। নতুন বিষয়, নতুন বস্তু, নতুন জিনিস আসলে নতুন নতুন আইনও হবে।
নগরীর প্রবর্তক মোড়ে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে রোববার রাতে অ্যাডভোকেটশিপ পরীক্ষার জন্য প্রস্তুতিমূলক শিক্ষার সমাপনি এবং পুলা ক্যারিয়ার ক্লাব ও পুলা লিগ্যাল এইড ক্লিনিকের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে।
পুলার সভাপতি ও খাগড়াছড়ির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সঞ্জয় বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট দেলোয়ার হোসেন চৌধুরী, জিপি অ্যাডভোকেট নাজমুল আহসান খান আলমগীর, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় আইন বিভাগের চেয়ারম্যান তানজিনা আলম চৌধুরী, পুলর সিনিয়র অ্যালামনাই রুবাইয়াৎ হাসনাত তানিম ও হিমাদ্রী শেখর দেওয়ানজী।
সারাবাংলা/আরডি/এমআই