আইনমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি আইনজীবী সমিতির
১১ সেপ্টেম্বর ২০১৮ ১২:২৮
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: ‘খালেদা জিয়ার আইনজীবীরা আইন জানেন না’ আইনমন্ত্রীর এমন বক্তব্যকে দুঃখজনক উল্লেখ করে তার এ বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি।
মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি জয়নুল আবেদীন এ দাবি জানান।
সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ না করে কারাগারে আদালত স্থাপনে আইনের লঙ্ঘন হয়েছে বলে দাবি করছেন খালেদা জিয়ার আইনজীবীরা এ বিষয়ে আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে ৯ সেপ্টেম্বর তিনি বলেন, ‘আমি মনে করি যে, ওনারা (খালেদা জিয়ার আইনজীবীরা) যদি এ রকম কথা বলে থাকেন তাহলে আমি বলবো, ওনারা আইন জানেন না।’
আইনমন্ত্রীর এ বক্তব্যের প্রতিবাদে আইনজীবী সমিতির পক্ষ থেকে আজ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
লিখিত বক্তব্যে জয়নুল আবেদীন বলেন, আইনমন্ত্রী একজন আইনজীবী, তিনি একজন মন্ত্রী এবং দায়িত্বশীল ব্যক্তি। কাজেই তার কাছ থেকে দেশের মানুষ তথা আইনজীবীরা এরকম বক্তব্য আশা করে না। আমরা মনে করি তার এই বক্তব্য বাংলাদেশের আইনজীবীদের জন্য অপমানজনক। অতীতে এ ধরনের বক্তব্য প্রদান করে অনেকেই সদস্যপদ হারিয়েছেন।’
তিনি বলেন, মাননীয় আইনমন্ত্রীকে দেশের আইনের শাসনের এবং দেশ বরেণ্য আইনজীবীগণের প্রতি এ ধরনের অসৌজন্যমূলক বক্তব্য প্রত্যাহারের জন্য আহবান জানাচ্ছি। আশা করি তিনি এ ধরনের বক্তব্য প্রত্যাহার করে আইন এবং আইনজীবীদের প্রতি শ্রদ্ধাশীল হবেন।’
তিনি বলেন, আপনারা জানেন কয়েক দিন আগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা কার্যক্রম পরিচালনার জন্য রাতের অন্ধকারে বেআইনিভাবে এক গেজেটের মাধ্যমে কারাগারের কক্ষে একটি আদালত স্থাপন করেছেন যা সংবিধানের আর্টিক্যাল ৩৫(৩) এবং ফৌজদারী কার্যবিধির আইনের ৩৫২ ধারার পরিপন্থী।
বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন অতীতে দেশের আইনের শাসন, গণতন্ত্র, মানবাধিকার এবং বিচার ব্যবস্থা সমুন্নত রাখায় ভূমিকা রেখে আসছে এবং ভবিষ্যতেও রাখবে। এরই ধারাবাহিকতায় আজ সংবাদ সম্মেলন করছেন বলেও তিনি জানান।
সংবাদ সম্মেলন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ বারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এজেডকে/এমআই