Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোহাম্মদপুরের ১৪ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ


১১ সেপ্টেম্বর ২০১৮ ১৪:০৭

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: অনুমোদন না থাকায় রাজধানীর মোহাম্মদপুরের ১৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার দ্রুত বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আহমেদ সোহেল মঙ্গলবার (১১ সেপ্টেম্বর)  এ নির্দেশ দেন।

একই সঙ্গে লাইসেন্সবিহীন হাসপাতাল ও ক্লিনিক পরিচালনাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং পরিচালনাকারীদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল করেছেন আদালত।

আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

‘৫০০ মিটার ২৬টি, ১৪টিই অবৈধ হাসপাতাল’ শিরোনামে একটি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন প্রকাশিত হয়।

ওই প্রতিবেদন যুক্ত করে হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের পক্ষে হাইকোর্টের রিট দায়ের করেন আইনজীবী মনজিল মোরসেদ।

সারাবাংলা/এজেড/একে

অবৈধ হাসপাতাল মোহাম্মদপুর হাইকোর্ট

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর