Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ক্ষমতার লোভে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপক্ষে যোগ দিয়েছে’


১১ সেপ্টেম্বর ২০১৮ ১৫:২৯

।। স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট ।।

ঢাকা: উৎকৃষ্ট ক্ষমতার লোভে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তির সঙ্গে যোগ দিয়েছে, ব‌লে মন্তব্য ক‌রে‌ছেন খাদ্যমন্ত্রী অ্যাড‌ভো‌কেট কামরুল ইসলাম।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লা‌বের কনফা‌রেঞ্জ লাউঞ্জে বঙ্গবন্ধু সাংস্কৃ‌তিক জোট আ‌য়ো‌জিত গণত‌ন্ত্রের মানসপুত্র হো‌সেন শহ‌ীদ সোহরাওয়াদীর ১২৫তম জন্মবা‌র্ষিকী উদযাপন উপলক্ষে ‘গণত‌ন্ত্রের মানসকন্যা শেখ হা‌সিনা’ শীর্ষক আ‌লোচনা সভায় প্রধান অ‌তি‌থির বক্ত‌বে তি‌নি এসব কথা ব‌লেন।

‌তি‌নি ব‌লেন, ‘ড. কামাল হোসেন, বদরু‌দ্দোজা চৌধুরী, আ স ম আব্দুর রব ও মাহমুদুর রহমান মান্ন‌া জাতীয় ঐক্যর না‌মে ক্ষমতার উৎকৃষ্ট লোভের জন্য মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হ‌য়েও, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তির সঙ্গে যোগ দিয়েছে।’

জাতীয় ঐক্যর ডাক যারা দি‌য়ে‌ছেন তা‌দের উ‌দ্দে‌শ্যে তি‌নি ব‌লেন, ‘আপনাদের রাজনীতি মানুষ বুঝে গেছে। মানুষ এখন আর বোকা নয়। আপনাদের রাজনীতির ই‌তিহাস মানুষের জানা আ‌ছে। তাই যতই জাতীয় ঐক্যের ডাক দেন না কেন, কোনো লাভ হ‌বে না। জনগন আপনা‌দের ডা‌কে সাড়া দেবে না।’

নির্বাচনে অংশগ্রহণের জন্য বিএনপি যে শর্ত জুড়ে দিয়েছে তার জবাবে খাদ্যমন্ত্রী বলেন, ‘বিএন‌পির কোনো শর্ত পূরণ হবে না।আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করার সম্ভব নয়, আইনের মাধ্যম ছাড়া।’

বিএন‌পি‌কে উ‌দ্দেশ্য ক‌রে তি‌নি ব‌লেন, ‘২০১৪ সালের মতো য‌দি আবারও আগুন সন্ত্রাস করেন তাহ‌লে তার রূপ হ‌বে ভয়াবহ।তাদের স্থান হবে কারাগারে। তাই কোনো শর্ত দিয়ে লাভ নেই। ‍সুবোধ বালকের মতো নির্বাচ‌নে আসেন। সরকার গঠন না কর‌তে পার‌লেও বিরোধী দল হিসেবে সংসদে থাকতে পারবেন।’

বিজ্ঞাপন

খাদ্যমন্ত্রী ব‌লেন, ‘বাংলাদেশের দুটি শক্তি মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি আর মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি। আর এই বিপক্ষের শক্তিই হল বিএনপি। আপনারা দেখেন রাজাকার, আলবদর, বামরাই বিএনপির নেতৃত্ব দি‌চ্ছে। তারা এই নেতৃত্বের মাধ্যমেই নির্বাচন বানচাল করতে চায়। দেশকে বিভীষিকাময় করতে চায়।’

বিএনপি বাংলাদেশের জনগণের স্বার্থের, গণতন্ত্রের, উন্নয়নের বিরুদ্ধে কাজ করছে দা‌বি ক‌রে তি‌নি ব‌লেন, ‘তাই তাদের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গ‌ড়ে তুল‌তে হ‌বে। গণতন্ত্রকে রক্ষা করতে হো‌সেন শহ‌ীদ সোহরাওয়াদী, বঙ্গব্ন্ধু শেখ মুজিবুর রহমান যেমন আ‌ন্দোলন ক‌রে‌ছে ঠিক তেমনই শেখ হা‌সিনা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তির বি‌রুদ্ধে এখ‌নো আন্দোলন কর‌ছে।’

তাই নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘পাকিস্তানের এই পেতাত্মাদের বিরুদ্ধে ক‌ঠোর আন্দোলন গড়ে তুলতে হ‌বে। পাশাপ‌া‌শি উন্নয়নের জন্য শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনার লক্ষ্যে এই ষড়যন্ত্রকারী‌দের দে‌শের রাজনী‌তি থে‌কে বিদায় করতে হবে।’

বঙ্গবন্ধু সাংস্কৃ‌তিক জোটের উপ‌দেষ্টা লায়ন চিওরঞ্জন দাসের সভাপ‌তি‌ত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রা‌খেন, সা‌বেক সরাষ্ট্রমন্ত্রী অ্যাড‌ভো‌কেট শাসসুল হক টুকু,  মো. ইউনুস,  বাংলা‌দেশ ফেডা‌রেল সাংবা‌দিক ইউ‌নিয়নের সভাপ‌তি মোল্লা জালাল ও মহাস‌চিব শাবান মাহমুদসহ অনেকে।

সারাবাংলা/এমএমএইচ/এমআই

ক্ষমতার লোভে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর