Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিখোঁজ অ্যাডভোকেট আকবর, প্রধানমন্ত্রীর সাহায্য চান স্ত্রী সানিয়া


১১ সেপ্টেম্বর ২০১৮ ১৫:৫৪ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৮ ১৭:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ‘আমার স্বামীকে আমি যেকোনো মূল্যে ফিরে পেতে চাই। আমি চাই না আমার অবুঝ বাচ্চাটা  এতিম হয়ে যাক। আমার অবুঝ বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে হলেও অন্তত আপনারা আমাকে সাহায্য করুন। বিষয়টা প্রধানমন্ত্রীর কাছে জানান, আমি প্রধানমন্ত্রীর সাহায্য চাই।’

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর সেগুন বাগিচার ক্রাইম রিপোর্টার এসোসিয়েশনে (ক্র্যাব) ১০ মাসের মেয়ে নাইমাকে নিয়ে সাংবাদিকদের কাছে এভাবেই  নিখোঁজ আকবরের স্ত্রী সানিয়া আক্তার।

এসময় তিনি বারবার প্রধানমন্ত্রীর সাহায্য চান। সানিয়া কান্না জড়ানো কণ্ঠে বলেন, গত সাত তারিখে আমার স্বামী বাসা থেকে জুম্মার নামাজ পড়তে বেরিয়ে আর বাসায় ফিরেন নি। এরপর এ ঘটনায় ওই দিন সন্ধ্যায় পল্লবী থানায় একটি জিডি ও  র‌্যাব-৪ এ  অভিযোগও করেছি। কিন্তু তারা কেউ আমার স্বামীর খোঁজ দিতে পারেনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমার এ ১০ মাসের কোলের অবুঝ শিশুটিকেও নিয়ে আমি কোথায় যাবো?  কীভাবে খুঁজব স্বামীকে।

সানিয়া জানান, গ্রামের বাড়ির সম্পত্তি নিয়ে  আত্মীয় স্বজনদের সঙ্গে শওকত আকবরের দ্বন্দ্ব চলছিল।

সানিয়া বলেন, তার বাবার চাচাতো ভাই মোঃ আলী খোকন, শওকত আলী  বাবুল এবং আমজাত আলী বাদলদের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল। এ কারণে তারা বিভিন্ন সময় আমার স্বামীকে মেরে ফেলারও হুমকি দেয়। এজন্য গত বছর অক্টোবরে  পল্লবী থানায় একটি জিডিও করে আমার স্বামী।

সারাবাংলা/এসএইচ /জেডএফ

অ্যাডভোকেট আকবর নিখোঁজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর