Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগামী একনেকে উঠছে ইভিএম প্রকল্প


১১ সেপ্টেম্বর ২০১৮ ১৬:২৫

।। সারাবাংলা করসপনডেন্ট ।। 

ঢাকা: বহুল আলোচিত ইলেকট্রনিক ভোটিং মেশিন প্রকল্প উঠছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে।  আগামী একনেক বৈঠকে এটি উপস্থাপন করা হবে বলে জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

মঙ্গলবার ( ১১ সেপ্টেম্বর)  একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী।

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ব্রিফিং এ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে কিনা সেটি নির্বাচন কমিশনের বিষয়। আমরা শুধু প্রকল্প অনুমোদন দিচ্ছি।

নির্বাচন ব্যবস্থায় অধিকতর স্বচ্ছতা আনতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ক্রয় সংক্রান্ত প্রকল্পটি বাস্তবায়নে প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৮২৯ কোটি টাকা। প্রকল্পটি অনুমোদন পেলে চলতি বছর থেকে ২০২৩ জুনের মধ্যে বাস্তবায়ন করবে নির্বাচন কমিশন। যে সময় আছে এতে ইভিএম কিনে জাতীয় নির্বাচনে পুরোপুরি ব্যবহার করা সম্ভব হবেনা। তাছাড়া একবারে পুরো বরাদ্দের টাকা দেয়া সম্ভব হবেনা।

সারাবাংলা/জেজে/জেএএম

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর