Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাগুরায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু


১১ সেপ্টেম্বর ২০১৮ ১৬:৩৪

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

মাগুরা : মাগুরা সদর উপজেলায় বজ্রপাতে চারজন মারা গেছেন।

মঙ্গলবার দুপুরের দিকে সদর উপজেলার আঠারোখেদা ইউনিয়নে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আঠারখাদা গ্রামের হোসেন মোল্যার ছেলে সামিন মোল্যা (১৫), মৃত পান্জু মোল্যার ছেলে রহমত মোল্যা (৬০), ইদ্রিস মোল্যার ছেলে মোন্নু মোল্যা (২৮) ও কাঁশিনাথপুর গ্রামের জলিল বিশ্বাসের ছেলে আকরম (৫৫)।

স্থানীয়রা জানান, সকাল থেকেই আঠারোখেদা ইউনিয়নের রুপধর বিলে পাট কাটার কাজ করছিলেন স্থানীয় পাটচাষীরা। দুপুরের দিকে হঠাৎ বজ্রপাত শুরু হলে চারজন মারা যান। এসময় আহত হন দুইজন।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানিয়েছেন, হঠাৎ চারজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের ময়না তদন্ত শেষে পরবর্তী আইনআনুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সাম্প্রতিক সময়ে দেশে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা বেড়ে গেছে। প্রায়ই দেশের বিভিন্ন স্থান থেকে বজ্রপাতে মৃত্যুর খবর পাওয়া যায়।

এসব বিবেচনায় ২০১৬ সালের ১৭ মে বজ্রপাতকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা দেয় সরকার।

সেসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সাংবাদিকদের বলেন, বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়নের কারণে বাংলাদেশে বজ্রপাতে হতাহতের ঘটনা আশঙ্কাজনকহারে বেড়ে চলেছে। বিষয়টি উৎকণ্ঠার বলেও উল্লেখ করেন তিনি।

আরো পড়ুন : বাগেরহাটের শরণখোলায় বজ্রপাতে দুইজনের মৃত্যু

গাইবান্ধায় মা ও ছেলেসহ বজ্রপাতে নিহত ৩

সাতক্ষীরায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু

সারাবাংলা/এসএমএন

বজ্রপাত মাগুরা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইনজুরিতে মৌসুম শেষ রদ্রির
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১০:২৮

সম্পর্কিত খবর