Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাগরে নেমে নিখোঁজ কলেজছাত্র, একজন উদ্ধার


১১ সেপ্টেম্বর ২০১৮ ১৮:১০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকতে বেড়াতে গিয়েছিল দুই কলেজছাত্র। তবে সাগরে নেমে ঢেউয়ের টানে ভেসে যায় দুজন। একজনকে মুমুর্ষু অবস্থায় উদ্ধার করেছেন স্থানীয়রা। আরেকজনের খোঁজে তল্লাশি চলছে।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে ১১টার দিকে এই ঘটনা ঘটেছে বলে সারাবাংলাকে জানিয়েছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া।

ওসি জানান, দুই কলেজছাত্র হলো নাফিস খান এবং এস এম আসিফ শাহরিয়ার রুবেল। এদের বয়স ১৭ বছরের মধ্যে। দু’জনই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি ভার্সনের উচ্চ মাধ্যমিক শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

বিজ্ঞাপন

দুই ছাত্র ক্লাস ফাঁকি দিয়ে পতেঙ্গা সমুদ্র সৈকতে বেড়াতে গিয়েছিল বলে জানান ওসি। তিনি বলেন, তীরে ব্যাগ রেখে দুজন পানিতে নামে। এসময় প্রবল ঢেউ দুজনকে টেনে নিয়ে যায়। নাফিসকে উদ্ধারের পর স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আসিফ শাহরিয়ার এখনো নিখোঁজ।

চট্টগ্রামের ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কামাল উদ্দিন সারাবাংলাকে জানান, দুপুর সাড়ে ১২টার দিকে খবর পাওয়ার পর ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল যৌথভাবে আসিফ শাহরিয়ারকে উদ্ধারের চেষ্টা করছে।

নাফিস খান চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার পাঠাইন্যাগোদা এলাকার আসউর খানের ছেলে। আর আসিফ শাহরিয়ার কক্সবাজারের চকরিয়া উপজেলার দুলাহাজরা গ্রামের মো.বারেকুল হকের ছেলে।

সারাবাংলা/আরডি/এসএমএন

 

পতেঙ্গা সাগরে নিখোঁজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর