Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘে ভূমিকা রাখতে ওআইসির প্রতি আহ্বান


১১ সেপ্টেম্বর ২০১৮ ১৯:৩৯

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা : রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার নিশ্চিতে আসন্ন জাতিসংঘের সাধারন অধিবেশনে সোচ্চার ভূমিকা রাখতে ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

ওআইসির সংসদীয় দলের ১৬ সদস্যের একটি প্রতিনিধি দল মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় প্রতিমন্ত্রী সংসদীয় দলের মাধ্যমে ওআইসি’র সদস্য দেশগুলোর প্রতি এই আহ্বান জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

ওই বার্তায় বলা হয়, ওআইসি সংসদীয় দলের ১৬ সদস্যের প্রতিনিধি দল মঙ্গলবার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলে মো. শাহরিয়ার আলম রোহিঙ্গা ইস্যু এবং এই ইস্যুতে সরকারের নেওয়া পদক্ষেপগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন। পাশাপাশি রোহিঙ্গা ইস্যুতে ইতিবাচক সমর্থনের জন্য সরকারের পক্ষ থেকে ওআইসি’র সদস্য দেশগুলোকে ধন্যবাদ জানান তিনি।

এসময় রোহিঙ্গাদের আশ্রয় এবং স্বাস্থ্য, খাদ্যসহ আনুষাঙ্গিক সকল সেবা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বব্যাপি মানবতার যে মহান উদাহরণ সৃষ্টি করেছেন তার প্রশংসা করেন ওআইসি সংসদীয় দলের মহাসচিব।

সারাবাংলা/জেআইএল/এসএমএন

ওআইসি রোহিঙ্গা ইস্যু শাহরিয়ার আলম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর