Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্রে ধেয়ে আসছে হারিকেন ফ্লোরেন্স, ট্রাম্পের সতর্কবার্তা


১১ সেপ্টেম্বর ২০১৮ ১৮:৪৮

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

যুক্তরাষ্ট্রের ক্যারোলিনায় আঘাত হানতে যাচ্ছে শক্তিশালী হারিকেন ‘ফ্লোরেন্স’। এতে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়িয়ে চলতে আগাম সতর্কবার্তা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এক টুইটবার্তায় ট্রাম্প হারিকেন ফ্লোরেন্সকে ‘যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে অনেক বছরের মধ্যে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড়’ হিসেবে আখ্যায়িত করেছেন। এ কারণে আগামী শুক্রবার মিসিসিপিতে পূর্বনির্ধারিত সমাবেশও বাতিল করেছেন তিনি।

বর্তমানে হারিকেন ফ্লোরেন্সকে ‘ক্যাটাগরি ফোর’ এর আওতায় রেখেছেন দেশটির আবহাওয়া বিশেষজ্ঞরা। ঘূর্ণিঝড়টি ২২০ কিলোমিটার গতিবেগে উপকূলের দিকে ধেয়ে আসছে। বৃহস্পতিবার দিনের শেষে এটি নর্থ ক্যারোলিনার উইলমিংটন এলাকায় আঘাত হেনে ভুমিধস ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এতে সাউথ ক্যারোলিনা, নর্থ ক্যারোলিনা ও ভার্জিনিয়া থেকে ১০ লাখেরও বেশি লোককে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়েছে। সাউথ ক্যারোলিনার গভর্নর হেনরি ম্যাকমাস্টার মঙ্গলবার দুপুরের মধ্যে উপকূল খালি করার নির্দেশ দিয়েছেন।

এছাড়া উইলমিংটনে অবস্থিত নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের বাধ্যতামূলক স্থানান্তরের কথা বলা হয়েছে। হারিকেন ফ্লোরেন্সের প্রভাবে উপকূলে ১০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

সারাবাংলা/এএস

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

বাড়তে পারে তাপমাত্রা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৪

সম্পর্কিত খবর