Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাবিতে ভর্তি : প্রাথমিক আবেদন জমার সময় শেষ হচ্ছে বুধবার


১১ সেপ্টেম্বর ২০১৮ ১৯:৩৫

।। রাবি করেসপন্ডেন্ট ।।

রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার অনলাইনে প্রাথমিক আবেদনের সময় শেষ হচ্ছে বুধবার (১২ সেপ্টেম্বর)। এ পর্যন্ত আবেদন জমা পড়েছে দুই লাখ চল্লিশ হাজার।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয় আইসিটি সেন্টারের পরিচালক প্রফেসর ড. খাদেমুল ইসলাম মোল্যা এ তথ্য নিশ্চিত করেছেন।

পরিচালক আরও জানান, আবেদন শুরুর প্রথম দিনেই ২৫ হাজার শিক্ষার্থীর আবেদন জমা পড়ে। এখন পর্যন্ত মোট দুই লাখ ৪০ হাজার শিক্ষার্থী আবেদন করেছেন।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে গিয়ে কোন ধরনের সমস্যা হচ্ছে না বলে জানান ড. খাদেমুল ইসলাম মোল্যা।

এর আগে গত ৩ সেপ্টেম্বর দুপুর ১২ টা থেকে অনলাইনে এই আবেদন করার প্রক্রিয়া শুরু হয়। চলবে ১২ সেপ্টেম্বর রাত ১২ টা পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২২ ও ২৩ অক্টোবর। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://admission.ru.ac.bd/undergraduate) এ পাওয়া যাবে।

সারাবাংলা/এসএমএন

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ভর্তি পরীক্ষা রাবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর