Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নাশকতা উইল নট বি টলারেটেড’


১১ সেপ্টেম্বর ২০১৮ ২০:০৩

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

সিলেট : জাতীয় নির্বাচনের আর মাত্র তিন মাস বাকি থাকলেও দেশের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তাই আগামী নির্বাচন শান্তিপূর্ণ হবে বলে আশাবাদ জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) বিকেলে সিলেটের একটি হোটেলে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব ক্যান্সার অ্যান্ড পেলিয়েটিভ কেয়ার’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমি মনে করি যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ জিতবে। আওয়ামী লীগ উইল গিভ আ গুড গভর্নমেন্ট।’

বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দল আন্দোলনের নামে নাশকতা সৃষ্টি করতে পারে— এমন আশঙ্কার কথা জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘নাশকতা করলে সেরকম শাস্তিও পাবে। নাশকতা উইল নট বি টলারেটেড। এবারে এত ভালো নির্বাচনী ক্লাইমেট। মাত্র তিন মাস বাকি, কিন্তু এভরিথিং ইজ গোয়িং অন ফাইন। কোনো রকমের ঝগড়াঝাটি নাই, বক্তৃতা আছে। অ্যান্ড আই এক্সপেক্ট দ্যাট দ্য নির্বাচন উইল বি ভেরি গুড।’

এ সময় আবুল মাল আব্দুল মুহিত বলেন, বর্তমান সরকার ঘোষিত ৯৫ ভাগ উন্নয়ন কাজই সফল হয়েছে। সুতরাং জনগণের রায় নিয়ে আবারও সরকার গঠন করবে আওয়ামী লীগ।

সেমিনারে উপস্থিত ছিলেন হাভার্ড ইউনির্ভাসিটির সহযোগী অধ্যাপক ডা. বিমলাংশু দে, আয়াত এডুকেশনের চেয়ারম্যান তাহসিন আমান ও প্রধান পৃষ্ঠপোষক নুসরাত আমান এবং সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম মাহবুবুল হক।

সারাবাংলা/এসএমএন

অর্থমন্ত্রী অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নাশকতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর