Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাফ বিদায়ের কারণ তদন্তে বাফুফে


১১ সেপ্টেম্বর ২০১৮ ২০:৩৫

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: নেপালের কাছে হেরে সাফ থেকে বাংলাদেশের বিদায়ে আবারও প্রশ্নের মুখে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সমালোচনা হচ্ছে, ‘ক্লাব স্বজনপ্রিয়তার’ কারণেই লাল-সবুজরা গ্রুপ পর্বের বাধা টপকাতে পারে নি। বিদায়ের কারণ অনুসন্ধানে নেমেছে দেশের সর্বোচ্চ ফুটবল অভিভাবক।

এ বিষয় নিয়ে অচিরেই কোচ জেমি ডে’র সঙ্গে বসবে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দীন আহমেদ।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালাউদ্দীন এ তদন্তের বিষয়টি জানান। তিনি ঘোষণা দেন, ‘সাফের ব্যর্থতার জন্য আমি নিজেই তদন্ত করছি। আশা করি আগামী ৪/৫দিনের মধ্যেই এর একটা ফলাফল আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো।’

কেন গোলরক্ষক সোহেলকে দলে নেয়া হলো, কেন ক্লাবের কোনো ব্যক্তিকে ম্যানেজার নিয়োগ করা হলো, কেন পারফরমার ফুটবলারদের না নিয়ে বসিয়ে রাখা হলো এবং কেন কোচের সিদ্ধান্তে হস্তক্ষেপের মত কাজগুলো করা হয়- এমন নানা প্রশ্নের জবাবে কাজী সালাউদ্দিন বলেন, ‘আমি আপনাদের সবগুলো বক্তব্য, প্রশ্ন নোট করে নিলাম। সাফে কেন ব্যর্থ হলো বাংলাদেশ- এর তদন্ত আমি নিজে করছি। কোচ আসলে তার সঙ্গে বসবো। কথা বলবো। এছাড়া সংশ্লিষ্ট অন্য সবার সঙ্গে কথা বলবো। সবার বক্তব্য নেবো এবং আমার পর্যবেক্ষণ- সব মিলিয়ে একটা চিত্র তুলে ধরতে পারবো সবার সামনে।’

সাফের বিদায়ের পরপরই জেমি ডে’র ছুটিতে ইংল্যান্ডে চলে গেছে। দুই একদিনের মধ্যে ঢাকায় আসবেন। তারপরেই কোচের সঙ্গে বসবেন বাফুফে সভাপতি। নিরপেক্ষ এবং পেশাদার ম্যানেজার নিয়োগ প্রশ্নে আলোচনায় বসবেন তিনি।

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর