সিনিয়র করসপন্ডেন্ট
‘সারাবিশ্ব থেকে অনেক ক্ষেত্রে পিছিয়ে থাকলেও পাঠ্যপুস্তক বিতরণে বাংলাদেশ সব দেশকে ছাড়িয়ে গেছে। নতুন বছরের প্রথম দিনে বই বিতরণ শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর উপহার। বই নিয়ে সবাই আনন্দে বাড়ি ফিরবে।’ দেশ জুড়ে শুরু হওয়া বই উৎসবে নিজের বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
আজ সোমবার সকাল সাড়ে ১০টায় আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এন্ড কলেজে বেলুন উড়িয়ে এ বই উৎসবের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত বাজানো হয়। এরপরেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন মন্ত্রী।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার তার সরকারি বাসভবন গণভবনে সকাল সাড়ে ১০টায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এবার মোট ৩৫ কোটি ৫৮ লাখ বই এ বছর শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে বলে অনুষ্ঠানে জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
সারাবাংলা/এমএস/জেএএম