বসুন্ধরায় ৯ হাজার ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী ও সহযোগী আটক
১২ সেপ্টেম্বর ২০১৮ ১৭:৪১ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৮ ১৭:৪৩
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ৯ হাজার ৩০০ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ী ও তার সহযোগীকে আটক করেছে র্যাব-৩।
বুধবার (১২ সেপ্টেম্বর) সকাল পৌনে নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বসুন্ধরার ১৩ নম্বর রোডের সি-ব্লকের একটি বাসা থেকে তাদের আটক করা হয়। তথ্যটি সারাবাংলাকে নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস।
আটকরা হলেন- সাদিয়া ইসলাম মায়া (৩০) ও তার সহযোগী মুহাম্মদ কাইয়ুম খান (৪২)।
অতিরিক্ত পুলিশ সুপার বীণা সারাবাংলাকে বলেন, ‘গোপন সূত্রে র্যাব-৩ জানতে পারে সাদিয়া ইসলাম মায়ার বাসায় ইয়াবার একটি বড় চালান এসেছে। খবর পেয়ে অভিযান চালিয়ে ৯ হাজার ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সময় সাদিয়া ইসলাম মায়া ও তার সহযোগী মুহাম্মদ কাইয়ুম খানকে আটক করা হয়।’
তিনি আরও বলেন, ‘তারা দীর্ঘদিন র্যাব-৩ এর গোয়েন্দা নজরদারিতে ছিল। এখন জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
সারাবাংলা/এসএইচ/এমও