Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘খালেদা জিয়ার বিচার হচ্ছে গায়েবি নির্দেশে’


১২ সেপ্টেম্বর ২০১৮ ১৮:১৩

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিচারের জন্য কারাগারে স্থাপন করা আদালত ‘গায়েবি নির্দেশে’ পরিচালিত হচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাৎ হোসেন।

কেন্দ্রঘোষিত অনশন কর্মসূচি পালনের সময় বুধবার (১২ সেপ্টেম্বর) সকালে নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

শাহাদাত বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রোধ মেটাতে খালেদা জিয়াকে আবারও মিথ্যা মামলায় সাজা দেওয়ার চেষ্টা করছেন। সেজন্য কারাগারে আদালত বসিয়ে গোপন বিচারের ব্যবস্থা করেছেন। কারাগারে আদালত বসিয়ে বিচার করা আইন ও স্বাধীন বিচার ব্যবস্থার পরিপন্থী। এই ধরনের আদালত গায়েবি নির্দেশে পরিচালিত হয়। খালেদা জিয়ার বিচারও হচ্ছে গায়েবি নির্দেশে।’

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া একজন সাবেক প্রধানমন্ত্রী। তাকে সুচিকিৎসা না দিয়ে কারাগারে মেরে ফেলার ষড়যন্ত্র করছে সরকার।’

বৃষ্টির মধ্যে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনশন কর্মসূচিতে চট্টগ্রাম মহানগর বিএনপির নেতাকর্মী ছাড়াও পেশাজীবীরা ছিলেন। পরে জুস খাইয়ে তাদের অনশন ভঙ্গ করান বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য দেলোয়ার হোসেন চৌধুরী।

কর্মসূচিতে নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর বলেন, ‘রাজনৈতিক কারণে সরকারের আক্রোশের শিকার হয়ে বেগম খালেদা জিয়া আজ কারাবন্দি। তাকে কারাগারে রেখে কোনো নির্বাচন হবে না। নির্বাচনের আগে সংসদ ভেঙে দিতে
হবে। শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন বাংলাদেশের মানুষ মেনে নেবে না।’

সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান বলেন, ‘সরকারের মধ্যে অজানা আশঙ্কা কাজ করছে। সেজন্য ঘটনা না ঘটলেও বিভিন্ন থানায় অগ্রিম মামলা করে রাখছে পুলিশ। সরকার দমনপীড়ন চালিয়ে বেআইনিভাবে ক্ষমতায় থাকা নিশ্চিত করতে চাচ্ছে।’

সারাবাংলা/আরডি/এমও


বিজ্ঞাপন
সর্বশেষ

ই-ক্যাবে প্রশাসক নিয়োগ
১১ সেপ্টেম্বর ২০২৪ ১৬:১৪

সম্পর্কিত খবর